চীনে ঘটেছে এই ঘটনা৷ এক ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে খাবার পৌঁছে দেবার আগে চুরি করে খেয়ে নিলেন একটু৷ ধরা পড়লেন সিসিটিভিতে৷ তাকে বরখাস্ত করেছে কোম্পানি৷
বিজ্ঞাপন
আপনি নিশ্চয়ই খাবার অর্ডার দিয়েছেন, বা দেন কখনো কখনো৷ কিন্তু কখনো ভেবেছেন, যে মজার খাবারটি আপনি অর্ডার করেছেন, ডেলিভারির আগে তাতে কেউ ভাগ বসিয়েছে কিনা? কিংবা এঁটো করে দিয়েছে কিনা? অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকলেও এমন ঘটনা কিন্তু ঘটে৷ চীনে তেমনই এক ঘটনা সাড়া ফেলেছে৷
ঘটনাটি ঘটেছে গুয়াংদং রাজ্যের সিহুই শহরে৷ চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে এই ঘটনার ফুটেজটি প্রথমে প্রকাশ পায়৷ পরে ফেসবুকেও ছড়িয়ে পড়ে৷ সিসিটিভির সেই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি খাবার ডেলিভারি দেবার আগে লিফটে উঠছিলেন৷ লিফটের মধ্যেই তিনি খাবারের প্যাকেট খুলে মুখ দিয়ে খাওয়া শুরু করেন৷ আরেকটি প্যাকেটে স্যুপমতো কিছু একটা ছিল৷ তাতেও চুমুক দিলেন৷ তারপর আবার প্যাকেট ভালোভাবে আটকে ভদ্রলোকের মতো লিফট থেকে বেরিয়ে হাঁটা শুরু করলেন৷
চীনের অনলাইন প্ল্যাটফর্ম সাংহাইলিস্টের মতে, লোকটি সেদেশের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ মাইটুয়ানের কর্মচারি৷ তারা জানিয়েছে যে, এই কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে৷ সাংহাইলিস্ট তাদের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিন সপ্তাহ আগে৷ এ পর্যন্ত তা দেখা হয়েছে ২ লাখ ৮৭ হাজার বার৷ কমেন্ট পড়েছে প্রায় পৌঁনে চারশ'৷
একজন লিখেছেন, ‘‘এই কারণে আমি খাবার অর্ডার দিয়ে খাই না৷''
এমন ঘটনা এটাই প্রথম নয়৷ গত বছরও এক ডেলিভারি ম্যান স্যুপ খেয়ে মূত্র দিয়ে তা ভরে দিয়েছিলেন!
জেডএ/এসিবি
সামান্য খাবার পেতে এত চেষ্টা
দিনের পর দিন অর্ধাহারে থাকা মানুষদের কাছে একটু খাবারের যে গুরুত্ব তা বুঝতে হলে যেতে হবে দক্ষিণ সুদানে৷ যুদ্ধবিধ্বস্ত দেশটির বিদ্রোহীদের দখলে থাকা নেয়ালে আটকে পড়া বাসিন্দাদের গতসপ্তাহে খাবারের পেছনে ছুটতে দেখা গেছে৷
ছবি: Reuters/A. Campeanu
বিমান থেকে খাবার নিক্ষেপ
গত তিনমাসের মধ্যে প্রথমবারের মতো বিমান থেকে খাবার ফেলা হয় দক্ষিণ সুদানের বিদ্রোহী নিয়ন্ত্রিত নেয়াল শহরে৷ সেখানকার বিমানবন্দরের কর্দমাক্ত রানওয়েতে খাবার সংগ্রহ করতে ভিড় করেন অসংখ্য মানুষ৷
ছবি: Reuters/A. Campeanu
খাবার সংগ্রহ করছেন নারীরা
নিজ দেশের ভেতরেই উদ্বাস্তুতে পরিণত হওয়া একদল নারী বিমান থেকে ফেলা খাদ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন৷ বিশ্ব খাদ্য কর্মসূচি গত সপ্তাহের রবি, সোম এবং মঙ্গলবার বিমান থেকে এসব খাবার নিক্ষেপ করে৷
ছবি: Reuters/A. Campeanu
দুর্গম পথ পেরিয়ে খাবারের সন্ধান
বিমান থেকে ফেলা খাবার কুড়াতে কর্দমাক্ত পথের পাশাপাশি এরকম জলাশয়ও পাড়ি দিতে হয়েছে৷ বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব অনুযায়ী, ত্রিশ হাজারের মতো মানুষ এভাবে খাবার সংগ্রহ করেছেন৷
ছবি: Reuters/A. Campeanu
শিশুদের দুর্ভোগ
দক্ষিণ সুদানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে শিশুরা বিপর্যস্ত৷ ছবিতে নেয়ালের এক আশ্রয়কেন্দ্রের পাশে এক ক্লান্ত শিশুকে এভাবে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/A. Campeanu
দুষিত পানি ব্যবহার
নিজ দেশে শরণার্থীতে পরিণত হওয়া এই মানুষদের জন্য বিশুদ্ধ পানির অভাব রয়েছে৷ ছবিতে এক শিশুকে একটি জলাশয় থেকে প্লাস্টিক ক্যানে করে পানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/A. Campeanu
অনিশ্চিত জীবন
দক্ষিণ সুদানে শান্তি কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই৷ তবে সেই অনিশ্চিত জীবনের মাঝেও একদল শিশুকে পানিতে খেলতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/A. Campeanu
গৃহযুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই
২০১৩ সালের ডিসেম্বরে দক্ষিণ সুদান সরকার এবং সশস্ত্র বিরোধী পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়৷ এরপর বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও গৃহযুদ্ধ থামেনি৷ বরং দেশটির বেশ কিছু এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে৷ এই সংঘাতে এখন অবধি দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷