1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুরি করে খাবার খেয়ে ধরা পড়লেন ডেলিভারি ম্যান

১২ সেপ্টেম্বর ২০১৮

চীনে ঘটেছে এই ঘটনা৷ এক ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে খাবার পৌঁছে দেবার আগে চুরি করে খেয়ে নিলেন একটু৷ ধরা পড়লেন সিসিটিভিতে৷ তাকে বরখাস্ত করেছে কোম্পানি৷

China Jinan - Lieferbote bringt Essen
ছবি: Imago/Xinhua/G,. Xulei

আপনি নিশ্চয়ই খাবার অর্ডার দিয়েছেন, বা দেন কখনো কখনো৷ কিন্তু কখনো ভেবেছেন, যে মজার খাবারটি আপনি অর্ডার করেছেন, ডেলিভারির আগে তাতে কেউ ভাগ বসিয়েছে কিনা? কিংবা এঁটো করে দিয়েছে কিনা? অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকলেও এমন ঘটনা কিন্তু ঘটে৷ চীনে তেমনই এক ঘটনা সাড়া ফেলেছে৷

ঘটনাটি ঘটেছে গুয়াংদং রাজ্যের সিহুই শহরে৷ চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে এই ঘটনার ফুটেজটি প্রথমে প্রকাশ পায়৷ পরে ফেসবুকেও ছড়িয়ে পড়ে৷ সিসিটিভির সেই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি খাবার ডেলিভারি দেবার আগে লিফটে উঠছিলেন৷ লিফটের মধ্যেই তিনি খাবারের প্যাকেট খুলে মুখ দিয়ে খাওয়া শুরু করেন৷ আরেকটি প্যাকেটে স্যুপমতো কিছু একটা ছিল৷ তাতেও চুমুক দিলেন৷ তারপর আবার প্যাকেট ভালোভাবে আটকে ভদ্রলোকের মতো লিফট থেকে বেরিয়ে হাঁটা শুরু করলেন৷

চীনের অনলাইন প্ল্যাটফর্ম সাংহাইলিস্টের মতে, লোকটি সেদেশের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ মাইটুয়ানের কর্মচারি৷ তারা জানিয়েছে যে, এই কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে৷ সাংহাইলিস্ট তাদের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিন সপ্তাহ আগে৷ এ পর্যন্ত তা দেখা হয়েছে ২ লাখ ৮৭ হাজার বার৷ কমেন্ট পড়েছে প্রায় পৌঁনে চারশ'৷

একজন লিখেছেন, ‘‘এই কারণে আমি খাবার অর্ডার দিয়ে খাই না৷''

এমন ঘটনা এটাই প্রথম নয়৷ গত বছরও এক ডেলিভারি ম্যান স্যুপ খেয়ে মূত্র দিয়ে তা ভরে দিয়েছিলেন!

জেডএ/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ