1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুল তাদের করোনা ভাইরাস!

১০ মে ২০২০

নাইরোবির এক বস্তিতে করোনা ভাইরাস নিয়েই আনন্দে মেতেছে শিশুরা৷ করোনা আতঙ্কে তাদের জন্য 'করোনা হেয়ারস্টাইল' নিয়ে এসেছে মামা ব্রায়ো৷

সেলুনের নাম মামা ব্রায়ো৷ছবি: Reuters/T. Mukoya

কেনিয়ার রাজধানী নাইরোবির সবচেয়ে বড় বস্তি কিবেরা৷ সেখানে ছোট্ট একটা সেলুনের মালিক লেউনিটা আবওয়ালা৷ সেলুনের নাম মামা ব্রায়ো৷

করোনা সংকটে সবার যখন ব্যবসা মন্দা, তখনও চুটিয়ে ব্যবসা করছেন ৪০ বছর বয়সি নারী লেউনিটা৷ আয় খুব বাড়েনি, তবে ভীড় বেড়েছে সেলুনে৷ করোনা ভাইরাসের ‘চেহারা’ ভাঙিয়েই যে খাচ্ছেন লেউনিটা!

শিশুদের চুল করোনা ভাইরাসের মতো কেটে দিচ্ছেন লেউনিটা৷ছবি: Reuters/T. Mukoya

শিশুদের চুল একেবারে করোনা ভাইরাসের মতো করে কেটে দিচ্ছেন লেউনিটা৷ কাজটা খুব কঠিন নয়৷ চুলে দশ-বারোটা ছোট ছোট বেনি করে সেগুলো খাড়া খাড়া করে সব দিকে ছড়িয়ে দিলেই তো হয়ে যায় করোনা ভাইরাস!

দেখতে অন্যরকম লাগে বলে শিশুরা লুফে নিয়েছে এই হেয়ারস্টাইল৷ খরচ মাত্র ৪৭ কেনিয়ান শিলিং, অর্থাৎ দশমিক ৪৭ ডলার বলে করোনার চেহারা নিয়ে বস্তি ঘুরে বেড়ানোর সুযোগ ছাড়ছে না শিশুরা৷

বিষয়টিকে অবশ্য শুধু আনন্দ এবং আয়ের কৌশল হিসেবে দেখছেন না লেউনিটা৷ জানালেন, করোনার মতো করে চুল কাটানো শিশুদের মাঝে ভাইরাসটি সম্পর্কে সচেতনতাও বাড়ছে৷

এসিবি/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ