1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেক প্রজাতন্ত্রে কয়লার খনিতে বিস্ফোরণে নিহত ১৩

২১ ডিসেম্বর ২০১৮

চেক প্রজাতন্ত্রের কারভিনা অঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন৷

ছবি: Reuters/Stringer

নিহতদের মধ্য ১১ জন পোল্যান্ডের ও দু'জন চেক প্রজাতন্ত্রে নাগরিক৷

দেশটির রাজধানী প্রাগ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কারভিনা-তে রাষ্ট্রায়ত্ব কয়লা খননকারী প্রতিষ্ঠান ওকেডি পরিচালিত খনিটিতে মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটে৷

প্রায় ৮০০ মিটার নীচে অবস্থিত খনিটিতে বিস্ফোরণের পর আগুন জ্বলতে শুরু করে৷ সে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে৷

বিস্ফোরণের পর খনিটিতে আগুন ছড়িয়ে পড়ার ফলে উদ্ধার কাজও ঠিকমতো করতে পারছে না উদ্ধারকর্মীরা৷ ওকেডি'র ব্যবস্থাপনা পরিচালক বোলেসভাক কোয়ালজিক বলেন, ‘‘উদ্ধারকর্মীরা আর সামনে এগুতে পারছেন না৷ খনিটিতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে উদ্ধারকর্মীরা কিছু দেখতে পাচ্ছে না৷'' 

দুর্ঘটনার পর এক টুইট বার্তায় চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ বিস্ফোরণের এ ঘটনাটিকে একটি ‘বড় ট্র্যাজেডি' হিসেবে উল্লেখ করেন৷

নিহত পোলিশ খনি শ্রমিকরা পোল্যান্ডের আলপেক্স কয়লা খননকারী প্রতিষ্ঠানের কর্মী বলে জানা গেছে৷ কয়লা খনিটিতে কর্মরত চেক প্রজাতন্ত্রের এক শ্রমিক স্থানীয় পোলার টেলিভিশনকে বলেন, ‘‘আমরা সকলে এখানে একটি বড় পরিবারের মতো ছিলাম৷ এটি একটি ভয়াবহ ঘটনা৷''

আরআর/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ