যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের। বহু মানুষ আহত।
বিজ্ঞাপন
বুধবার চেক রিপাবলিকের পারডুবিটসা অঞ্চলে এক ভয়াবহ রেল দুর্ঘটনা হয়। একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের। স্থানীয় গভর্নর সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনায় অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গভর্নর জানিয়েছেন, দুইটি ট্রেনের মধ্য়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পুলিশ ছাড়াও পৌঁছে যায় চিকিৎসকের দল এবং অ্যাম্বুল্য়ান্স। একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে রাখা হয়েছে। গুরুতর আহত ব্য়ক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য় হেলিকপ্টারটি আনা হয়েছে।
গ্রিসের ইতিহাসে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনার এক বছর পূর্তিতে বুধবার বিক্ষোভে উত্তাল ছিল এথেন্সের রাজপথ৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
এক বছর আগে
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ৫৭ জন মারা যান, যাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন৷ ছুটি কাটিয়ে ফিরছিলেন তারা৷ সেই ঘটনার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করলো এথেন্স৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
বিক্ষোভ ও প্রতিবাদ
ঘটনার বছরপূর্তিতে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও রেল কর্মচারীরা৷ তারা ঘটনার বিচার চান এবং রেল কর্মচারীরা চান বেতন বৃদ্ধি৷
ছবি: Aristidis Vafeiadakis/Zuma/IMAGO
যান চলাচল ব্যাহত
ইউনিয়ন দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয়৷ ফলে রাজধানী এথেন্সের সঙ্গে রেল চলাচল বন্ধ থাকে৷ শহরে যান চলাচল ব্যাহত হয়৷
ছবি: AP
পুলিশের সঙ্গে সংঘর্ষ
শ্রমিক ও শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ যেন না নেয় সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে৷
ছবি: Giannis Papanikos/AP Photo/picture alliance
এখনো ভয়
দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের কেউ কেউ বলেন, এখনো ট্রেনে চড়তে ভয় পান তারা৷ রেল বিভাগও এখন আগের মতো কর্মী পাচ্ছেন না৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
আস্থা কমে গেছে মানুষের
দেশের রেল যোগাযোগের ওপর আস্থা কমে গেছে গ্রিকদের৷ পরিবহণ মন্ত্রণালয় অবশ্য বলেছে, তারা পুরো রেল যোগাযোগ সিস্টেমকে ঢেলে সাজাবে৷
ছবি: Giannis Papanikos/AP Photo/picture alliance
শুধু এথেন্সে নয়
বিক্ষোভ শুধু এথেন্সে নয়, ছড়িয়েছে পুরো দেশে৷ জনরোষও শুধু রেল যোগাযোগের ওপর নয়, এক দশক ধরে চলা অর্থনৈতিক সংকট ও জনসেবা নিশ্চিতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও মানুষ আওয়াজ তোলেন৷
ছবি: Giannis Papanikos/AP Photo/picture alliance
বিচার এখনো হয়নি
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর শুধু একজন স্টেশন মাস্টারকে গ্রেফতার করা হয়৷ কিন্তু ঘটনার বিচার এখনো শুরু হয়নি৷ সরকার বলছে, আগামী জুন মাসে শুনানি শুরু হবে৷
ছবি: Angelos Tzortzinis/AFP
রাজনীতিবিদদের রক্ষায় আইন
মানুষের ক্ষোভ এজন্যও যে গ্রিসের আইন রাজনীতিবিদদের কাঠগড়ায় দাঁড় করাতে পারে না৷ শুধু সংসদ তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারে৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
9 ছবি1 | 9
ঘটনাস্থলে পৌঁছেছেন চেক রিপাবলিকের পরিবহন এবং স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, 'নিহত এবং আহত ব্য়ক্তিদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা।'
রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি একটি দ্রুতগতির দূরপাল্লার ট্রেন। রিজিও জেটের ওই ট্রেনটি প্রাগ থেকে স্লোভাকিয়া যাচ্ছিল। রাতের ওই ট্রেনে অন্তত ৩০০ জন যাত্রী ছিলেন। রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্য়ে অনেকেই ছিলেন বিদেশি।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। কীভাবে দুইটি ট্রেন একই ট্র্য়াকে চলে এলো, তা এখনো অজানা। তবে রেল জানিয়েছে, চেক রিপাবলিক থেকে স্লোভাকিয়া যাওয়ার মূল ট্র্য়াক এটি। দুর্ঘটনার জন্য় আপাতত তা বন্ধ রাখতে হচ্ছে। ফলে আপাতত ওই ট্র্যাকে ট্রেন চলবে না।