মজুরিবৃদ্ধি, কাজের সময় আট ঘণ্টায় বাঁধার দাবিতে আন্দোলন করছেন ভারতে স্যামসাংয়ের কর্মীরা। মঙ্গলবার ৬০০ কর্মীকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
গত ৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে স্যামসাংয়ের কারখানার বাইরে আন্দোলন শুরু করেছেন কয়েক হাজার কর্মী। কারখানার বাইরে ত্রিপল টাঙিয়ে দিন-রাত আন্দোলনে চালাচ্ছেন তারা। তাদের দাবি মূলত তিনটি। প্রথমত, সেখানে স্থায়ী ইউনিয়ন তৈরি করতে দিতে হবে। দুই, আট ঘণ্টার শিফট তৈরি করতে হবে। অভিযোগ, এখন তাদের আট ঘণ্টার বেশি কাজ করতে হয়। এবং তিন, দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে।
আন্দোলনের নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর থেকে এই দাবিগুলি নিয়ে তারা হরতাল শুরু করেছেন। এখনো পর্যন্ত দফায় দফায় তাদের অন্তত ১০ হাজার কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। আটক করার পর তাদের ছেড়েও দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতারা
বিজ্ঞাপন বিষয়ক ম্যাগাজিন অ্যাডভার্টাইজিং এজ বা অ্যাড এজ সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় একশটি বিজ্ঞাপনদাতার নাম প্রকাশ করেছে৷ ছবিঘরে এই তালিকা সম্পর্কে থাকছে কিছু তথ্য৷
ছবি: Imago/Dean Pictures
স্যামসাং
দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বিজ্ঞাপন ও সেলস প্রোমোশনের জন্য ১১.২ বিলিয়ন ডলার খরচ করেছে৷ ফলে মার্কিন কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বলকে পেছনে ফেলে বর্তমানে স্যামসাংই বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা৷
ছবি: Reuters/D. Ruvic
প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, পিঅ্যান্ডজি
বিজ্ঞাপনদাতার তালিকায় বরাবরই মার্কিন এই কোম্পানির নাম শীর্ষে থাকে৷ এবারও যদি সেলস প্রোমোশনের ব্যয় ছাড়া শুধু বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেয়ার খরচ ধরা হয়, তাহলে পিঅ্যান্ডজি এক নম্বরে থাকবে৷ কারণ তারা এই খাতে ব্যয় করেছে ৭.১ বিলিয়ন ডলার৷ স্যামসাং করেছে ৪.৮ বিলিয়ন৷ স্যামসাংয়ের অন্য খরচ ছিল সেলস প্রোমোশন খাতে, কারণ তাদের একটি স্মার্টফোন চার্জের সময় আগুন লাগার খবরের নেতিবাচক প্রভাব কাটাতে চেয়েছিল তারা৷
ছবি: picture-alliance/AP Photo/J. Minchillo
খরচ বেড়েছে ৪.৯ শতাংশ
অ্যাড এজ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ১০০ বিজ্ঞাপনদাতা উল্লিখিত সময়ে মোট ২৭৯ বিলিয়ন ডলার খরচ করেছে৷ সংখ্যাটি আগের চেয়ে ৪.৯ শতাংশ বেশি৷
ছবি: picture-alliance/R. Haid
বিজ্ঞাপনদাতারা কোন দেশের?
একশ বিজ্ঞাপনদাতার মধ্যে ৪৪টি কোম্পানি যুক্তরাষ্ট্রের৷ এরপর যথাক্রমে আছে জাপান (১৩), জার্মানি (১০) ও ফ্রান্স (৯)৷ চীনের আছে চার বিজ্ঞাপনদাতা৷
ছবি: DW/H. Fischer
কোন খাতের বিজ্ঞাপনদাতা শীর্ষে?
তালিকার একশটির মধ্যে ১৪টি কোম্পানি পার্সোনাল কেয়ার ও গৃহস্থালি পণ্য বিক্রয়কারী৷ তারা মোট ৫২ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা অন্যান্য খাতের কোম্পানিগুলোর খরচের চেয়ে বেশি৷ এরপরেই আছে অটোমোবাইল৷ এই খাতের ১৬টি কোম্পানি ব্যয় করেছে ৪৭ বিলিয়ন ডলার৷
ছবি: picture alliance/dpa/C. Klose
ইন্টারনেট কোম্পানি দশটি
আলীবাবা, অ্যালফাবেট, অ্যামাজন, নেটফ্লিক্স, টেনসেন্টসহ দশটি কোম্পানির নাম অ্যাড এজ-এর তালিকায় স্থান পেয়েছে৷ এর মধ্যে অ্যামাজনের খরচ ছিল ৬.৩ বিলিয়ন ডলার৷ আর আলীবাবা ব্যয় করেছে ২.৭ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/J. Arriens
তালিকায় অন্যদের অবস্থান
ছবিঘরের শুরুতে স্যামসাং (১১.২ বিলিয়ন) ও পিঅ্যান্ডজির (১০.৫ বিলিয়ন) কথা বলা হয়েছে৷ এরপরে যথাক্রমে আছে ল’রিয়েল (৮.৬ বিলিয়ন), ইউনিলিভার (৮.৫ বিলিয়ন) এবং নেসলে (৭.২ বিলিয়ন)৷
ছবি: picture-alliance/Daniel Kalker
7 ছবি1 | 7
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ৬০০ কর্মীকে আটক করার কারণ, তারা রাস্তা আটকে প্রতিবাদ করছিলেন। এর ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। এদিন যাদের আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের দুইটি বড় কারখানা আছে ভারতে। একটি চেন্নাইয়ে এবং অন্যটি দিল্লির কাছে গুরগাঁওয়ে। চেন্নাইয়ের কর্মীরা প্রতিবাদ শুরু করেছেন। তাদের অভিযোগ, মাসে তাদের গড় আয় ২৫ হাজার টাকা। তারা মাসে গড়ে ৩৬ হাজার টাকা দাবি করছেন।
স্যামসাং কর্তৃপক্ষের বক্তব্য, চেন্নাইয়ের কর্মীরা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করেন। ফলে এই মুহূর্তে তাদের বেতনবৃদ্ধির দাবি মেনে নেওয়া সম্ভব নয়। অভিযোগ, কর্তৃপক্ষ কাজ কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। তবে সংবাদমাধ্যমকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা কর্মীদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজতে রাজি। ইতিমধ্যেই বেশ কয়েকবার আলোচনার সম্ভবানা তৈরি হলেও শেষপর্যন্ত তা ভেস্তে যায়।
উল্লেখ্য, এই বছরের গোড়ায় দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের সদর দপ্তরেও ধর্মঘটে বসেছিলেন কর্মীরা। সেখানেও একাধিক দাবি ছিল তাদের।