1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেন গুয়াংচেং

২৯ এপ্রিল ২০১২

চেন গুয়াংচেং গৃহবন্দিত্ব থেকে পালাতে পেরেছেন, রয়েছেন মার্কিন হেফাজতে৷ কিন্তু তাঁর আত্মীয় বন্ধুদের পরিস্থিতি শোচনীয় করে তুলেছে চীন প্রশাসন৷ ধরপাকড়, গুম এসবের খবর মিলছে৷

ছবি: dapd

পরিস্থিতি কোনদিকে

চীনের দৃষ্টিহীন মানবাধিকার কর্মী চেন গুয়াংচেং যে বেইজিং-এর মার্কিন দূতাবাসের ছত্রছায়ায় নিরাপদে আছেন, সে খবর গোটা বিশ্ব জানে৷ কিন্তু যে বা যারা চেনের এই পালানোতে সাহায্য করেছে, তাদের ওপর এখন খড়্গহস্ত চীনের প্রশাসন৷ চেন পালিয়ে যাওয়ার পর থেকে তাঁর বেশ কিছু সহকর্মী আর বন্ধু এখন গ্রেপ্তার হয়েছেন৷ হু জিয়া নামের চেনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর মানবাধিকার কর্মীকে একটানা ৪৮ ঘন্টা ধরে জেরা করে চলেছে পুলিশ৷ চেন গুয়াংচেং এবং তাঁর পরিবারের ঘনিষ্ঠ বেশ কিছু মানুষ নিখোঁজ৷ যার অর্থ, এদেরকেও কোন অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷

চেন গুয়াংচেং এবং তাঁর পরিবারের ওপর অত্যাচারের আশংকা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন দীর্ঘদিন ধরেই এই আশঙ্কা জ্ঞাপন করে আসছিলেন৷ চেন এবং তাঁর পরিবারের ওপর স্থানীয় প্রশাসনের নিয়মিত অত্যাচারের অভিযোগ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই চলে আসছে৷ চেনের পালানোর বিষয়ে যারা সহায়তা করেছে, সেই শিকাগো-ভিত্তিক চায়না এইড নামের এনজিও-র তরফেও এই আশঙ্কা জানানো হয়েছিল বহুবার৷ চেন পালিয়ে গেলেও তাঁর স্ত্রী এবং ছয় বছরের শিশুকন্যা শেনডং-এর সেই বাড়িতেই এখনও আটক রয়ে গেছেন৷ তাঁদের ভবিষ্যৎ অজানা৷ শেনডং থেকে কয়েকশো মাইল দূরের বেইজিং শহরে চেনকে যিনি নিজের গাড়িতে করে নিয়ে যান, চেনের সেই বন্ধু হি পেইরংকেও তুলে নিয়ে গেছে চীনের কুখ্যাত পিএসবি বা পাবলিক সিকিওরিটি ব্যুরো৷ সেখবর নিজের মাইক্রোব্লগেই জানিয়েছেন জানিয়েছেন হি পেইরং৷ কিন্তু তারপর থেকে চেন সংক্রান্ত যাবতীয় ব্লগ এবং ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন প্রশাসন৷

চেন গুয়াংচেংছবি: China Aid Association/AP/dapd

অ্যামেরিকার প্রতিক্রিয়া নেই

এ পর্যন্ত চেন-এর বিষয়ে কোনরকম মুখ খোলেনি মার্কিন যুক্তরাষ্ট্র৷ পর্যবেক্ষকদের অভিমত, পরিস্থিতি এখন যথেষ্ট স্পর্শকাতর৷ সে কারণেই কোনরকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে না ওবামা প্রশাসন৷ তারা বিষয়টি সতর্কভাবে লক্ষ্য রেখে চলেছে৷ এমনকি চেন যে বেইজিং-এর মার্কিন দূতাবাসে আছেন, সেকথাও সরকারিভাবে বলা হয়নি৷ চেন বিষয়ে এই খবর জানিয়েছে চায়না এইড, গতকাল শনিবার৷ এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারলন্যাশনাল চেন গুয়াংচেংকে একজন ‘সুচেতনার মানবতাবাদী বন্দি' বলে বর্ণনা করে বলেছে, চীন সরকারের চেনকে আটকে রাখার নাটক অবিলম্বে বন্ধ করা উচিত৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রয়টার্স, ডিপিএ

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ