1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেলসির বিয়ের জন্য প্রস্তুত রাইনবেক শহর

৩১ জুলাই ২০১০

নিউ ইয়র্কের ১০০ মাইল উত্তরের শহর ছোট্ট রাইনবেক, যা এখন জায়গা করে নিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে৷ কারণ আজ সন্ধ্যায় এখানেই বিয়ে করতে যাচ্ছেন ক্লিনটন পরিবারের একমাত্র কন্যা চেলসি৷ বর ব্যাংকার মার্ক মেজভিন্সকি৷

Sen. Hillary Rodham Clinton,her daughter Chelsea Carter
এবার মেয়েকে বিদায় দেওয়ার সময় হল হিলারি!ছবি: AP

১৯৮০ সালে আরকানসাসের গভর্নর হাউজে জন্ম নেওয়ার পর থেকেই মা-বাবার রাজনৈতিক জীবনের আঙ্গিনার মধ্যে বসবাস করে আসছেন চেলসি৷ কিন্তু তা সত্ত্বেও কখনোই নিজেকে প্রচারের সামনে তুলে ধরেননি তিনি৷ তাই সারা দেশের নজর যখন তাঁর বিয়ের দিকে, তখনও মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি৷ তবে এরপরও সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে নানা খবরাখবর জানা যাচ্ছে৷

বাবা বিলের সঙ্গে চেলসিছবি: AP

যতটুকু জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের খরচ ধরা হয়েছে তিন মিলিয়ন ডলার৷ তাই ক্লিনটন পরিবারের এই বিয়ের অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ বলা হলেও রাজকীয় বলা চলে না৷ অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে চারশ অতিথিকে৷ তবে তাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থাকছেন না৷ তবে থাকছেন বিখ্যাত টিভি শো তারকা অপরাহ উইনফ্রে৷ জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের খাবার-দাবার এবং পানীয় নাকি স্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকেই সরবরাহ করা হচ্ছে৷ এবং এক্ষেত্রে খরচের লাগাম টেনে ধরতে বেশ সতর্ক রয়েছে ক্লিনটন পরিবার৷ অতিথিদের থাকার জন্য ভাড়া করা হয়েছে ঐতিহ্যবাহী হোটেল বিকম্যান আর্মন ইন৷ অনুষ্ঠানে চাকচিক্য যতটুকুই থাকুক, নিরাপত্তার কোন কমতি নেই৷ গোটা রাইনবেক শহর এখন নিরাপত্তার চাদরে মোড়া৷

আমাদের দেশে বিয়েতে মেয়ের সম্প্রদানের সময় বাবা-মায়েরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ আমেরিকাতেও কি তাই? কারণ বিল ক্লিনটন জানিয়েছেন, একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে তিনি নাকি কাঁদবেন না৷ শুধু তাই নয়, দেখতে যাতে তরুণ লাগে, সেজন্য ইতিমধ্যে ১৫ পাউন্ড ওজনও কমিয়ে ফেলেছেন তিনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ