1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে আসছেন নেইমার

৭ আগস্ট ২০১৪

বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়ার পর আর ব্রাজিলের হয়ে সেমিফাইনালে খেলা হয়নি তাঁর৷ পিঠে বাজে রকমের চোট পেয়েছিলেন নেইমার৷ তবে এবার, তাঁর ক্লাব বার্সেলোনা জানিয়েছে, নেইমার ধীরে ধীরে সেরে উঠছেন৷

Fußball WM 2014 Brasilien Kamerun Neymar
ছবি: Reuters

আগামী ১৮ই আগস্ট বার্সেলোনার হয়ে এক প্রীতি ম্যাচ খেলার কথা নেইমারের৷ সেই ম্যাচ খেলা সম্ভব হবে কিনা তা এখনো বলতে পারছেনা বার্সা৷ তবে ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, নেইমারের চোটের বর্তমান অবস্থা বোঝার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে এবং সেগুলোর ফলাফল ভালো৷ ওয়েবসাইটে অবশ্য এ কথাও লেখা হয়েছে যে, ‘‘সেরে ওঠার জন্য নির্দিষ্ট কিছু কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে ওকে৷ তাই চোট কতটা সেরেছে তা নেইমার মাঠে ফিরলেই বোঝা যাবে৷''

নেইমার চোট পেয়েছিলেন বিশ্বকাপ কোয়ার্টারফাইনালেছবি: Reuters

নেইমার চোট পেয়েছিলেন বিশ্বকাপ কোয়ার্টারফাইনালে৷ কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচ জিতলেও কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান সুনিগারের হাঁটুর আঘাতে, বলা যেতে পারে একটি দৃষ্টিকটু ফাউলের শিকার হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় ২২ বছর বয়সি এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে৷ তাঁকে হারিয়ে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে আর দাঁড়াতেই পারেনি পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল৷ সেই ম্যাচে ৭-১ গোলে হেরে বসে তারা৷

এ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও মাঠে পাচ্ছেনা নেইমারকে৷ গত কয়েকদিন ধরে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের জন্য প্রশিক্ষণ শুরু করেছে বার্সা৷ প্রথম ম্যাচে ইটালির ক্লাব নাপোলির মুখোমুখি হচ্ছে তারা৷ এই প্রীতি ম্যাচে নেইমারকে তো বটেই, এমনকি মেসি, দানি আলভেস আর মাসকেরানোকেও খেলাচ্ছেনা বার্সা৷ তিনজনেরই ছোটখাটো চোট রয়েছে৷

এদিকে স্প্যানিশ লিগ শুরু হতেও বেশি বাকি নেই৷ আগামী ২৪শে আগস্ট এবারের লিগে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ