1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোর ধরার ফাঁদ

ফ্রাংক ড্রেশার / এআই১৩ সেপ্টেম্বর ২০১৪

সোলার প্যানেলের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে চুরিও বাড়ছে৷ জার্মানিতে প্যানেল চুরি উদ্বেগের সৃষ্টি করেছে৷ আশার কথা, ইঞ্জিনিয়ারদের একটি দল আধুনিক সমাধানও বের করেছেন৷ তবে সোলার প্যানেলের মালিকরা খুঁজছেন চোর ধরার সস্তা উপায়৷

Arbeiter in einer Solaranlage in Indien
ছবি: C.Khanna/AFP/Getty Images

জার্মানিতে বছরে গড়ে দশ মিলিয়ন ইউরো মূল্যমানের সোলার প্যানেল চুরি হচ্ছে৷ পুলিশ সন্দেহ করছে, এর পেছনে সংঘবদ্ধ অপরাধী দল রয়েছে৷ আর চোরদের অন্যতম লক্ষ্য হচ্ছে বাভেরিয়া রাজ্য৷ গত বছর লোয়ার বাভারিয়া অঞ্চলে ১৭টি চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে৷

জার্মানির পশ্চিমাঞ্চলের শহর কাইজার্সলাউটার্ন-ভিত্তিক প্রতিষ্ঠান ভিয়ামন সোলার প্যানেলের নিরাপত্তার আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেছে৷ ইঞ্জিনিয়ার অলিভার স্ট্রেকে এবং তাঁর সহকর্মীরা চুরি যাওয়া সোলার প্যানেল সহজে শনাক্ত করতে পারেন৷ তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে চুরি যাওয়া সোলার প্যানেল যত দ্রুত সম্ভব শনাক্ত করে আর্থিক ক্ষতি কমানো৷ সিস্টেম বন্ধ থাকলে আর্থিক ক্ষতি হয়৷ এটা অনেকটা, ‘চুরি করলেও আমরা তোমাকে দ্রুত ধরবো' নীতি৷ আর এটা জানলে চোর আর চুরির চেষ্টাই করবে না৷''

ডিভাইসটি রক্ষায় সেটির চারপাশে গলানো প্লাস্টিক দিয়ে দেয়া হয়৷ এরপর সেটি সোলার প্যানেলে জুড়ে দেয়া হয়৷ এই সিস্টেম জিপিএস সিগন্যাল পাঠাতে সক্ষম৷ ফলে মালিকের অনুমতি ছাড়া কেউ যদি প্যানেল নির্ধারিত স্থান থেকে সরায় তাহলে এটি সিগন্যাল পাঠাবে৷

বিশেষ করে যাঁদের বিমা নেই, তাঁদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে সহায়ক৷ জার্মানির টি-মোবাইলের জন্যও এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ৷ কেননা সোলার প্যানেলের মধ্যে এই সেবাদাতার সিম বসিয়ে দেয়া হয়৷

বাভেরিয়ার সোলার পার্কের ম্যানেজার পেটার ম্যুলারের মতো ব্যক্তিরা এমন সিস্টেমের সম্ভাব্য ক্রেতা৷ তবে তাঁর কাছে খরচের ব্যাপারটা গুরুত্বপূর্ণ৷ ভাবতে হয়, এর থেকে বিমা সস্তা হবে কিনা৷ তিনি বলেন, ‘‘এটা আমাদের জন্য সাশ্রয়ী কিনা দেখতে হবে৷ যদি এমন নিরাপত্তা ব্যবস্থার খরচ পুরো পার্ক থেকে আয় করা লাভের চেয়ে বেশি হয়, তাহলে তা ব্যবহারের কোনো অর্থ নেই৷''

অলিভার স্ট্রেকও বিষয়টি বোঝেন৷ তাঁর এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্যানেল-প্রতি খরচ ৩৫০ ইউরো৷ তবে একটি পার্কের প্রতিটি প্যানেলে এই ব্যবস্থার দরকার নেই৷ প্রতি ৫০টির মধ্যে একটিতে থাকলেই চলবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ