1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেয়ারের অভিনব ইতিহাস ও বিবর্তন

২৬ মার্চ ২০২০

চেয়ারে বসার সময় আমরা এই আসবাবের ইতিহাস, ডিজাইন, গুণাগুণ নিয়ে কতটা ভাবি? এক প্রদর্শনীতে প্রায় ২০০ বছর ধরে চেয়ারের বিবর্তন সম্পর্কে অনেক দিক তুলে ধরা হয়েছে৷ ভবিষ্যতের চেয়ার সম্পর্কেও পূর্বাভাষ পাওয়া যাচ্ছে৷

ছবি: imago images/Westend61

১৮৩৬ সালের চেয়ারের ডিজাইন৷ সঙ্গে ২০১৮ সালের এক ডিজাইন৷ মিউনিখের পিনাকোটেক গ্যালারিতে ‘টনেট অ্যান্ড ডিজাইন' নামের প্রদর্শনীতে প্রায় ২০০ বছর ধরে চেয়ারের ডিজাইনের বিবর্তন তুলে ধরা হয়েছে৷

শেনিয়া রিমান-ট্যুরোলার এই প্রদর্শনী আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেছেন৷ ১৮৫৯ সালের একটি চেয়ার সেই প্রদর্শনীর অন্যতম ‘তারকা'৷ এই চেয়ারের পাঁচ কোটিরও বেশি সংস্করণ বিক্রি হয়েছে৷ মজবুত অথচ বাঁকানো কাঠের তৈরি এই চেয়ার সে যুগে ছিল একেবারে নতুন এক চমক৷ শেনিয়া বলেন, ‘‘এটা আসলে ডিজাইনের আইকন বা উজ্জ্বল দৃষ্টান্ত৷ কফি হাউস চেয়ার নামে পরিচিত এই চেয়ার ‘চোদ্দ নম্বর’ নামেও পরিচিত৷ এক্ষেত্রে প্রযুক্তি ও ডিজাইন একই সূত্রে বাঁধা৷ নির্ভেজাল এই চেয়ারের ছ'টি অংশ, দশটি স্ক্রু ও দু'টি নাটবলটু রয়েছে৷’’

এই প্রদর্শনীতে শুধু অতীতের দিকে ফিরে তাকানো হচ্ছে না, সেইসঙ্গে ভবিষ্যতের দিকেও উঁকি মারা হচ্ছে৷ মিউনিখের ডিজাইনার স্টেফেন কেয়ারলে এই প্রদর্শনীর বিন্যাস করেছেন এবং নতুন এক চেয়ার ও চৌকি নিয়ে গবেষণা তুলে ধরেছেন৷ স্টেফেন বলেন, ‘‘এটি হলো নতুন সংগ্রহের জন্য অত্যন্ত সংকীর্ণ এক চেয়ারের প্রাথমিক খসড়া৷ বসার জায়গার কেন্দ্রস্থলের রেখা এখানে স্পষ্ট৷ এটি আসলে তার পরীক্ষামূলক মডেল৷ গবেষণার সর্বশেষ অবস্থা এখানে ফুটে উঠছে৷’’ 

চেয়ারের বিবর্তন

03:49

This browser does not support the video element.

২০১৮ সাল থেকে ডিজাইনার হিসেবে স্টেফেন কেয়ারলে তাঁর সহকর্মীদের সঙ্গে এই প্রকল্পে অংশ নিচ্ছেন৷ ‘ডিএনএস চেয়ার' নামের গবেষণার ফলাফলের ভিত্তিতে বড় আকারে উৎপাদন শুরু করার উদ্যোগ চলছে৷ স্টেফেন কেয়ারলে আরও বলেন, ‘‘চেয়ার নিয়ে কাজ করার সময় বাড়তি উৎসাহ পাওয়া যায়৷ কারণ এটি মানুষের খুব কাছের বস্তু৷ অনেক সময় সেটির উপর বসে থাকতে হয়৷ প্রায় যেন আবরণ হয়ে ওঠে৷’’

ইস্পাতের পাইপের মতো নতুন উপকরণের কারণে গত শতাব্দীর বিশের দশক থেকেই আসবাবপত্রের ডিজাইনে মৌলিক রদবদল ঘটেছে৷ বাউহাউস শৈলির মার্সেল ব্রয়ার-এর মতো বড় মাপের ডিজাইনার একেবারে নতুন ধরনের আকার-আকৃতি চালু করেছেন৷

গত শতাব্দীর পঞ্চাশের দশকে আবার এক পরিবর্তন দেখা গেল৷ ঢেউ খেলানো আকৃতি ও চড়া রঙের ব্যবহার শুরু হলো৷ ডেনমার্কের ভ্যার্নার পান্টন-এর মতো ডিজাইনাররা বসার ঘরেও পপ আর্ট নিয়ে এলেন৷ শেনিয়া রিমান-ট্যুরোলার মনে করেন, ‘‘ভ্যার্নার পান্টন নতুন ডিজাইন যুগের পথিকৃৎ৷ সে যুগের মূলত ব্যবহারিক ধারা ছেড়ে তাঁর উদ্যোগে আবেগের ভাষার প্রয়োগ শুরু হয়েছিল৷ আকার-আকৃতির মধ্যে বিনয়ের ছাপ দেখা গেল৷’’

নতুন ধরনের উপাদান ও উৎপাদনের প্রক্রিয়ার দৌলতে লর্ড নর্মান ফস্টারের মতো ডিজাইনার আজও চেয়ারের বিষয়ে নতুন কোনো ভাবনা চালু করছেন৷

অনেকের কাছে চেয়ার শুধু বসার জায়গা৷ তবে ২০০ বছর ধরে চেয়ারের ডিজাইনের বিবর্তন এই আসবাবের আরও গুণাগুণ তুলে ধরছে৷

ইয়েন্স ফন লার্খার/এসবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ