1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোখে না দেখেই ছবি তোলেন সিলিয়া

২ মার্চ ২০১৮

দৃষ্টিহীনরা পৃথিবীকে কীভাবে দেখেন? দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও এক নারী ছবি তোলার শখ ছাড়েননি৷ অন্যান্য ইন্দ্রিয় কাজে লাগিয়ে তিনি জগতের রূপ-রস-বর্ণ-গন্ধ ফুটিয়ে তুলছেন ছবির মাধ্যমে৷

Global Ideas Kanarische Kiefer
ছবি: picture-alliance/prisma/W. Allgöwer

সিলইয়া কর্ন দৃষ্টিহীন৷ চোখ দিয়ে আর রং, রূপ বা আলো দেখতে পান না৷ তবে হাত, নাক ও কানের সাহায্যে সে সব চিনতে পারেন৷ সেই অনুভূতির সাহায্যে তিনি নিজের মোটিফ বেছে নেন৷ সিলিয়া বলেন, ‘‘যখন শব্দ, গন্ধ বা আবহের খোঁজে একাই পথে নামি, অথবা পায়ের নীচে অন্য ধরনের পাথরের অস্তিত্ব টের পাই, তখন তার ছবি তুলে ফেলি৷ অথবা পাখির ডাক শুনতে শুনতে মনে হয়, কীভাবে সেটা ধরে রাখতে পারি৷''

ছোটবেলায় তিনি সবকিছু নিজের চোখেই দেখতে পেতেন৷ তখন অনেক ছবি তুলেছেন এবং এঁকেছেন৷ কিন্তু ১২ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনার পর দৃষ্টিশক্তি হারানোর ফলে তাঁর জীবন থমকে গিয়েছিল৷ বছর দশেক আগে এক পেশাদারী ফটোগ্রাফার তাঁকে আবার কাজ শুরু করতে উৎসাহ দিয়েছিলেন৷ অন্যান্য ইন্দ্রিয়গুলি কাজে লাগাতে বলেছিলেন৷ সিলইয়া কর্ন বলেন, ‘‘তখন আমি বুঝতে পারলাম, দৃষ্টি থাকা ও দৃষ্টিহীন মানুষের মধ্যে সত্যি একটা জানালা যেন খুলে গেল৷ সেই উপলব্ধির পর আমার মনে আবার কাজ শুরু করার তাগিদ জন্মালো৷ তখন থেকে আমি ছবি তুলে যাচ্ছি৷''

না দেখে ছবি তোলা

02:39

This browser does not support the video element.

দৃষ্টিহীনদের জন্য রং শনাক্ত করার বিশেষ এক যন্ত্রের সাহায্য নেন তিনি৷ শব্দের মাধ্যমে সেই যন্ত্র রং চিনিয়ে দেয়৷ তবে নিজের তোলা ছবি তিনি দেখতে পান না৷ তখন অন্যদের সাহায্য নিতে হয়৷ সিলিয়া বলেন, ‘‘কে বর্ণনা দিচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করে৷ যেমন আমার স্বামী আমাকে এতকাল ধরে চেনেন, যে তিনি জানেন কীভাবে বর্ণনা দিলে আমি বুঝবো, কল্পনা করে নিতে পারবো৷ মনে হয় যেন নিজের চোখেই দেখছি৷''

কোন ছবি প্রদর্শনীতে স্থান পাবে, তিনি নিজেই সেই সিদ্ধান্ত নেন৷ সিলইয়া ঠাট্টা করে বলেন, তাঁর স্বামী তাঁকে মনগড়া কথা বললেও তিনি ঠিক তা ধরতে পারেন৷

সিলইয়া কর্ন জগতকে যেভাবে দেখেন, তাঁর ছবির মাধ্যমে আমরা তার স্বাদ পেতে পারি৷

কিয়ো ড্যোরার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ