1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফার্দিনান্দ আর ওবি

৫ জুন ২০১০

জার্মানির বালাক থেকে শুরু৷ আইভরি কোস্ট হয়ে ইংল্যান্ড পর্যন্ত চলছে ক্যাপ্টেন কোপ৷ ইংলিশ ক্যাপ্টেন ফার্দিনান্দ শুক্রবার চোট পেয়ে গেলেন৷ তিনিও বিশ্বকাপের বাইরে৷ বাদ পড়লেন নাইজিরিয়ার স্ট্রাইকার ওবি৷

ইংলিশ ক্যাপ্টেন ফার্দিনান্দ, তাঁকে দেখা যাবে না বিশ্বকাপের মাঠে, সঙ্গে বেকহ্যামকেওছবি: AP

চোট পেয়েছেন মিশায়েল বালাক, জার্মান অধিনায়ক৷ খেলতে পারছেন না তিনি৷ তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকায় দলের নেতৃত্ব দেবেন ফিলিপ লাম৷ ঘানার ক্যাপ্টেন মাইকেল এসিয়েনও চোট পেয়ে বিশ্বকাপের বাইরে৷ সর্বশেষ পতন ইংলিশ ক্যাপ্টেন রিও ফার্দিনান্দের৷ শুক্রবার সকালে অনুশীলন করার সময় হাঁটুতে চোট লাগে ফার্দিনান্দের৷ অবস্থা এমন দাঁড়ায় যে যেতে হয় হাসপাতালে৷ তারপর বোঝা যায়, প্রথমে অস্ত্রোপচার করতে হবে এবং সুস্থ হতে সময় লেগে যাবে নিদেনপক্ষে চার সপ্তাহ৷ সম্ভাব্য ক্ষেত্রে ছয় সপ্তাহ৷ যার অর্থ, বিশ্বকাপ ততদিনে শেষ৷ বিশ্বকাপ শুরু হওয়ার মুখে শেষবেলায় এমন অঘটনের পর দারুণ চিন্তায় পড়ে গেছেন ইংলিশ কোচ ফাবিও কাপেলো৷ তাঁর দলের মহাতারকা ৩৫ বছর বয়সী ডেভিড বেকহ্যাম আগেই চোট পেয়ে বাদ পড়েছেন৷ তারপরে এই নতুন অঘটন কাপেলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে বললে ভুল হবে না৷

আইভরি কোস্টের ক্যাপ্টেন দিদিয়ের দ্রোগবা'রও চোট লেগেছে ওই শুক্রবারেই৷ তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়৷ জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমে কনুইয়ে চোট পান দ্রোগবা৷ তাঁর কনুইয়ের হাড় সরে গেছে৷ অস্ত্রোপচারের পর বোঝা যাবে আইভরি কোস্ট ক্যাপ্টেন আদৌ বিশ্বকাপে থাকছেন, নাকি নয়৷ সম্ভাবনা জোরদার একথাও বলা যাচ্ছে না৷ ফলে বিশ্বকাপের কালো ঘোড়া বলে পরিচিত এই দলটিও বেশ বেকায়দায়৷

আইভরি কোস্টের ক্যাপ্টেন দিদিয়ের দ্রোগবা'রও চোট পেয়েছেনছবি: AP

চোট আঘাত জনিত দুঃসংবাদের এখানেই শেষ নয়৷ বেকায়দায় পড়েছে নাইজিরিয়াও৷ নাইজিরিয়ার তারকা ফুটবলার মাইকেল জন ওবি তাঁর হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন কিছুদিন আগে৷ হয়েছিল অপারেশনও৷ শনিবার দলের কোচ ইমানুয়েল আটা জানিয়ে দিয়েছেন, অবস্থা সুবিধার নয় ওবির৷ এই চোট পাওয়া পা নিয়ে বিশ্বকাপে নেমে নিজের কেরিয়ারের এখানেই ইতি টানতে আদৌ আগ্রহী নন ২৩ বছরের এই সম্ভাবনাময় ফুটবলার৷ অতএব, নাইজিরিয়ার বিশ্বকাপ দল থেকে ওবির নাম বাতিল করার ঘোষণা শোনা গেল শনিবারেই৷ যার অর্থ, আক্রমণ শানাতে বেশ বেগ পেতে হবে নাইজিরিয়াকে৷

চোট আঘাত ইনজুরির খবর সর্বত্রই৷ এখনও একটা গোটা সপ্তাহ বাকি রয়েছে বিশ্বকাপ শুরু হওয়ার আগে৷ তার মধ্যে আরও নতুন কিছু চোট আঘাতের খবর আসে কিনা, সেদিকেই শংকিত চোখে তাকিয়ে বিশ্বকাপ মহল৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ