অস্ট্রিয়ায় সাবেক চ্যান্সেলর রাজনীতি থেকে সরে গেলেন। আর বর্তমান চ্যান্সেলর ইস্তফা দিলেন।
বিজ্ঞাপন
সাবেক চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎসের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে তদন্ত চলছে। মাত্র ৩৫ বছর বয়সি এই রাজনীতিক সম্প্রতি বাবা হয়েছেন। তিনি ঘোষণা করেছেন, পরিবারকেই বেশি করে সময় দেবেন। তাই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
কুয়র্ৎসের পর অস্ট্রিয়ায় চ্যান্সেলরের দায়িত্ব পালন করছিলেন আলেকজান্ডার শেলানবুর্খ। কুয়র্ৎসের সিদ্ধান্তের পর তিনিও জানিয়ে দিয়েছেন, তিনি আর চ্যান্সেলর থাকবেন না। দলের দায়িত্বও ছেড়ে দেবেন। খুব তাড়াতাড়ি অন্য কেউ এই দায়িত্ব নেবেন। তাই তিনি সরে যাচ্ছেন।
কর্জ যা বলেছেন
সাবেক চ্যান্সেলর জানিয়েছেন, চ্যান্সেলর হিসাবে প্রতিদিন প্রচুর সিদ্ধান্ত নিতে হয়। তাই কিছু ভুল সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা থাকে। সব সময় চ্যান্সেলর কী করছেন তার উপর নজর রাখা হয়। তাই একটা চাপ থাকে।
গত অক্টোবরে কুয়র্ৎস ইস্তফা দেন। কারণ, জোটসঙ্গী গ্রিন পার্টি তার ইস্তফার জন্য জোরাজুরি করছিল। সেই সময় কুয়র্ৎসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তও শুরু হয়। এর আগে অস্ট্রিয়ার মানুষের ধারণা ছিল, কুয়র্ৎস অনেকদিন চ্যান্সেলর থেকে যাবেন।
অস্ট্রিয়ার যা কিছু মুগ্ধ করে
ভিয়েনা, ওয়াইন এবং অসাধারণ সব দৃশ্য৷ একশ’ বছর আগে নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছিল অস্ট্রিয়া৷ চলুন দেশটি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই৷
ছবি: picture-alliance/dpa/M. Ludwig
অসাধারণ প্রকৃতির দেশ অস্ট্রিয়া
বার্গেনল্যান্ড থেকে লেক কন্সটান্সের মধ্যকার দেশটির নয়টি রাজ্যে ৮ দশমিক আট মিলিয়ন মানুষের বসবাস৷ দেশটির অধিকাংশ অংশই আসলে পাহাড়ি অঞ্চল৷ ছবিটি অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের ফোরার্লব্যার্গ রাজ্য থেকে তোলা৷
ছবি: picture-alliance/dpa/M. Ludwig
রাজধানী ভিয়েনা
ভিয়েনায় শ্যোনবর্ন প্যালেসের মতো অস্ট্রিয়ান এম্পায়ারের আর কোনো বড় প্রতীক নেই৷ ১৯১৮ সাল অবধি এটা ছিল হাবর্সবর্গ শাসকদের গ্রীষ্মকালীন আবাস৷ পরবর্তীতে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো৷ বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন৷
ছবি: picture-alliance/dpa/E. Wrba
ওয়াইনপ্রেমীরা গ্রীষ্মে যেখানে ছুটে যান
গ্রীষ্মে ভিয়েনার বাসিন্দারা শহরের বাইরে দেশটির সবুজ গ্রামাঞ্চলে ছুটে যান৷ লোয়ার অস্ট্রিয়ার ভাইনফিয়ার্টেল ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত৷ অনেকেই এই অঞ্চলে যান সরাসরি ওয়াইন উৎপাদকদের কাছ থেকে ওয়াইন পানের আশায়৷
ছবি: picture-alliance/dpa/P. Giovannini
‘লেক অব লাভ’
অস্ট্রিয়ার সবচেয়ে নিম্নাঞ্চল হচ্ছে বার্গেনল্যান্ড৷ সেখানে লেক নয়েসিডলের অবস্থান, যেখানে দুর্লভ সব পাখির দেখা মেলে৷ এলাকাটি বিশ্বের সবচেয়ে শান্ত ইলেক্ট্রো-পপ উৎসব ‘লেক অফ লাভ’- এর জন্যও বিখ্যাত৷ সেই উৎসবের সংগীত সবাই একত্রে শুনলেও কানে পৌঁছায় আলাদা আলাদা হেডফোনে৷ ফলে শান্ত না হয়ে উপায় কী বলুন৷
ছবি: picture-alliance/dpa/R. Haasmann
যেখানে সবাই শুধু ছবি তোলে
একসময় লবনের জন্য বিখ্যাত আপার অস্ট্রিয়ার হালস্টাট এখন অধিকাংশ সময় পর্যটকে পূর্ণ থাকে৷ বিশেষ করে চীনা নববিবাহিতরা কোনো এক বিশেষ কারণে এই এলাকা ভ্রমণ করেন৷
ছবি: picture-alliance/dpa/M. Siepmann
মোসার্ট আর সংগীতের শহর সালৎসবুর্গ
অস্ট্রিয়া ভ্রমণে গেলে সালৎসবুর্গকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই৷ সালৎসবুর্গের বাৎসরিক উৎসবে অংশ নেন অনেকে৷ তবে কেউ যদি সেই উৎসবে অংশ নেয়ার সুযোগ না পান, তবুও সালৎসবুর্গ ভ্রমণ মন্দ হবার কারণ নেই৷ এই শহরেই জন্মেছেন প্রখ্যাত সংগীত স্রষ্টা ভল্ফগাং আমাডেয়ুস মোৎসার্ট৷
ছবি: Tourismus Salzburg/G.Breitegger
আর হ্যাঁ, হাইকিংয়ের স্বর্গ
হাইকিংয় প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য অস্ট্রিয়া৷ দেশটির বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মে হাইকিংয়ের সময় স্থানীয় খাবারের স্বাদ নেয়ার পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যগত বিষয়াদি জানার বিষয় আছে৷ তবে ছবি তুলতে ভালোবাসেন যারা, তারা দয়া করে ক্যামেরার জন্য বাড়তি ব্যাটারি নিতে ভুলবেন না৷ সেখানকার ল্যান্ডস্কেপ এত সুন্দর যে ছবি তুলে শেষ করা দায়৷
ছবি: picture-alliance/dpa/S. Jansen
7 ছবি1 | 7
একের পর এক কেলেঙ্কারি
মিথ্যা বিবৃতি ও মানুষের আস্থাভঙ্গের অভিযোগ নিয়ে কুয়র্ৎসের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ, তিনি সরকারি পয়সা খরচ করে বিনা পয়সায় সংবাদপত্রে কভারেজ পেয়েছেন।
কুয়র্ৎস এই সব অভিযোগ অস্বীকার করেছেন। ইস্তফা দেয়ার সময় কুয়র্ৎস বলেছিলেন, এই সব অভিযোগ তার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। ইস্তফা দেয়ার আগে শেষ কয়েক মাস অভিযোগের জবাব দেয়া নিয়েই ব্যস্ত ছিলেন কুয়র্ৎস।
ইস্তফার পর
কুয়র্ৎস ইস্তফা দেয়ার পর অনেকের ধারণা ছিল, আলেকজান্ডার সাময়িকভাবে চ্যান্সেলর হয়েছেন। কুয়র্ৎস অভিযোগমুক্ত হয়ে ফিরে এসে আবার চ্যান্সেলর হবেন। কুয়র্ৎস ২০১৭ সালে পিপলস পার্টির নেতৃত্বভার নেন। তখন তার পর কে নেতা হবেন, সেটা ঠিক ছিল না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নিহামা দলের দায়িত্ব নিতে পারেন।