1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চ্যান্সেলর থাকছেন ম্যার্কেলই'

৯ ডিসেম্বর ২০১৮

জার্মানির খ্রিষ্টীয় গণতন্ত্রী দল- সিডিইউর নতুন প্রধান আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার ডয়চে ভেলেকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চান আঙ্গেলা ম্যার্কেল চ্যান্সেলর হিসেবে তাঁর মেয়াদের বাকি তিন বছর শেষ করুন৷

ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber

রোববার দলের সম্মেলন পরপরই ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমাদের একটি ফেডারেল সরকার রয়েছে৷ এই সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে৷ দলের সম্মেলনেও সবার একই মনোভাব উঠে এসেছে, আমার ব্যক্তিগত ইচ্ছাও তাই৷''

তিনি বলেন, ‘‘সরকারে স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের ব্যবস্থা করে দেয়াও ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে আমার দায়িত্ব৷''

আগামী বছর জার্মানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ উগ্র জাতীয়তাবাদী এবং শরণার্থী-বিরোধী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর জার্মানি- এএফডি এই অঞ্চলে আগের নির্বাচনগুলিতে বেশ সাফল্য দেখিয়েছে৷ ফলে সিডিইউয়ের নতুন প্রধানের কাছে স্বভাবতই প্রশ্ন ছিল, ‘এই ভোটারদের ফিরিয়ে আনার পরিকল্পনা কী?'

উত্তরে কারেনবাউয়ার বলেন, ‘‘নিজেদের শক্তিতে৷ প্রথমত, অন্যসব দল কী করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাবো না৷ আমরা জানি, রাজ্য নির্বাচনগুলোর প্রচারণা খুব কঠিন হবে৷ কিন্তু আমরা সিডিইউয়ের নিজস্ব শক্তি তৈরি করতে চাই৷''

তিনি বলেন, ‘‘স্থানীয় অনেক ইস্যু রয়েছে, অনেক অঞ্চলে আমাদের অবস্থান ভালো৷ যেসব রাজ্যে আমরা বিরোধী দলে রয়েছি, সেখানেও সরকারের বিরুদ্ধে নানা ধরনের যৌক্তিক সমালোচনা রয়েছে৷ এছাড়া, সামাজিক বিভিন্ন ইস্যু ও পেনশনের মতো সাধারণ ইস্যুও রয়েছে৷ আমাদের নিজেদের সুসংগঠিত হতে হবে৷ তবে আগে যেমনটি বলেছি, আমাদের মূল উদ্দেশ্য হবে নিজেদের শক্তিতে এমনভাবে মানুষের মন জয় করা, যাতে ভোট আমরাই পাই৷''

স্বল্প ব্যবধানের জয়

শুক্রবার হামবুর্গে রান-অফ ভোটে কারেনবাউয়ার ফ্রিডরিশ ম্যার্ৎসকে হারান৷

এর আগে প্রথম রাউন্ড ভোটে ৯৯৯ ভোটের মধ্যে ৪৫০ ভোট পেয়েছিলেন কারেনবাউয়ার৷ ম্যার্ৎস পেয়েছিলেন ৩৯২ ভোট৷ আর স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান পেয়েছিলেন ১৫৭ ভোট৷

পরে কারেনবাউয়ার আর ম্যার্ৎসের মধ্যে রান-অফ হলে কারেনবাউয়ার পান ৫১৭ ভোট আর ম্যার্ৎস ৪৮৭ ভোট৷

গত ফেব্রুয়ারি মাসে ম্যার্কেল তাঁর উত্তরসূরি বিবেচনা করে কারেনবাউয়ারকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসেন৷ ম্যার্কেলের নীতির প্রতি কারেনবাউয়ারের সমর্থনের কারণে মাঝেমধ্যে তাঁকে ‘মিনি-ম্যার্কেল' হিসেবেও উল্লেখ করা হয়৷

কট্টর নাকি উদার, কোন পথে সিডিইউ?

দলের অনেকেই চাচ্ছিলেন পপুলিজমের উত্থান ঠেকাতে সিডিইউ আরো রক্ষণশীল ভূমিকা নিক৷ কিন্তু দলীয় প্রধানের পদে ‘ম্যার্কেলের শিষ্য' কারেনবাউয়ারের জয়ে সে পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে৷

তবে তিনি বলছেন, ‘‘ব্যক্তিগত পর্যায়ে দলের সম্মেলন বিভক্ত হয়ে পড়েছিল সত্যি৷ কিন্তু ভোটাভোটির আগেই এটা স্পষ্ট হয়েছে যে, প্রতিদ্বন্দ্বীদের চিন্তাভাবনায় অনেক মিলও রয়েছে৷''

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘‘ফ্রিডরিশ ম্যার্ৎস এবং ইয়েন্স স্পানের মতো আমিও মনে করি, রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়েই এটা উপলব্ধি করতে পেরেছি৷ আসছে বসন্তে আমরা অভিবাসন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও আলোচনা শুরু করতে চাই৷''

তিনি আশা প্রকাশ করেন, ‘‘আমি মনে করি জার্মানি (অন্য দেশের চেয়ে) একটি অন্যরকম পরিস্থিতিতে রয়েছে৷ আমাদের সোশাল মার্কেট ইকোনমি এবং সোশাল পার্টনারশিপের কারণে আমাদের এমন ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে সব সমস্যা ও বিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যায়৷ আমি আশা করি, আমরা এই শান্তি বজায় রাখতে পারবো৷''

কারেনবাউয়ার বলেন, ‘‘ফ্রান্স বা অন্যান্য দেশে দেখবেন, একমত হওয়া সত্ত্বেও যখন কোনো নিয়ম ভেঙে পড়ে, তখন বিরোধ অবশ্যম্ভাবী হলেও তা খুব দ্রুত সহিংসতায় রূপ নেয়৷''

গত বছর সেপ্টেম্বরের নির্বাচনে চরম ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানির উত্থানে ব্যাপক সমর্থন হারায় সিডিইউ৷ বিভিন্ন জরিপে দেখা গেছে, সিডিইউয়ের পরের অবস্থানে থাকা গ্রিন পার্টির দিকেও ঝুঁকেছেন দলটির অনেক সমর্থক৷

অক্টোবরে হেসে রাজ্যের ভোটে ১০ শতাংশেরও বেশি সমর্থন হারায় সিডিইউ৷ এরপরই আঙ্গেলা ম্যার্কেল ঘোষণা দেন দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ