1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যান্সেলর শলৎস ও তার সরকারের ওপর অসন্তুষ্ট অধিকাংশ জার্মান

২২ আগস্ট ২০২২

পাঁচ মাস আগেও নতুন চ্যান্সেলর ও তার নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি যথেষ্ট আস্থা ছিল জার্মানদের৷ তবে জরিপ বলছে, এই মুহূর্তে জার্মানির অধিকাংশ মানুষই নতুন সরকার ও চ্যান্সেলর ওলাফ শলৎসের ওপর অসন্তুষ্ট৷

Deutschland Bundeskanzler Olaf Scholz Tag der offenen Tür der Bundesregierung
ছবি: Michele Tantussi/REUTERS

রোববার জার্মানির বিল্ড আম জনটাগে প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা যায়, জরিপে অংশ নেয়া শতকরা ৬২ ভাগ জার্মানই মনে করেন চ্যান্সেলর হিসেবে শলৎসের কাজ সন্তোষজনক নয়৷ আইএনএসএ নামের একটি জরিপ প্রতিষ্ঠান প্রতিবেদন অনুযায়ী, শলৎসের প্রতি অসন্তোষ ২৩% বেড়েছে, কারণ গত মার্চের এক জরিপে ৩৯% জার্মান বলেছিলেন জার্মানির নতুন চ্যান্সেলরের কাজে তারা অসন্তুষ্ট৷

তবে ২৫ ভাগ এমন মানুষও আছেন যারা মনে করেন এসপিডি নেতা শলৎস ভালোই কাজ করছেন৷ গত মার্চে এমন মানুষ অনেক বেশি ছিল৷ তখন জরিপে অংশ নেয়া ৪৬% মানুষ জানিয়েছিলেন সদ্য দায়িত্ব পাওয়া চ্যান্সেলর হিসেবে শলৎস ভালোই করছেন৷

আইএনএসএ-র জরিপে জানতে চাওয়া হয়েছিল জোট সরকারের মন্ত্রী পরিষদে যারা আছেন, তাদের মধ্য থেকে সরাসরি চ্যান্সেলর নির্বাচন করার সুযোগ থাকলে কাকে সেই দায়িত্বে দেখতে চাইবেন? জবাবে ২৫% মানুষ বলেছেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক (গ্রিন পার্টি)-র কথা, ১৯% রায় দিয়েছেন সিডিইউ নেতা ফ্রিডরিশ মার্স-এর পক্ষে আর শলৎসকে চ্যান্সেলর দেখতে চেয়েছেন মাত্র ১৮% মানুষ৷

শলৎসের দল এসপিডি আর ব্যবসাবান্ধব দল এফডিপি এবং সবুজ দলের জোট সরকার শপথ নিয়েছে গত ডিসেম্বরে৷ করোনা সংকটের ধকল সামলাতে থাকা জার্মানিতে তার দু মাস পরই লেগেছে ইউক্রেন যুদ্ধের ধাক্কা৷ পণ্যের দাম বাড়ছে, বাড়ছে মুদ্রাস্ফীতি, বাড়ছে জ্বালানি সংকট৷ সব মিলিয়ে খুবই জটিল পরিস্থিতির মুখোমুখি এখন শলৎসের সরকার৷ জনমনেও পড়ছে এসবের প্রভাব৷ জরিপে দেখা গেছে, গত মার্চে এই সরকারের প্রতি যেখানে মোট ৪৩% মানুষ নেতিবাচক মানসিকতা দেখিয়েছিল, এখন তা বেড়ে হয়েছে ৬৫%৷ অর্থাৎ, প্রতি ১০০ জনে ৬৫ জন জার্মান মনে করেন জোট সরকারের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়৷ গত মার্চে এমন মানুষ ছিল শতকরা ৪৩ ভাগ৷ তখন শতকরা ৪৪ ভাগ মানুষ বলেছিলেন নতুন সরকারের পারফরম্যান্সে তারা সন্তুষ্ট৷ এখন জার্মানিতে সরকারের কাজে সন্তুষ্ট মানুষ মাত্র ২৭%৷

আইএনএসএ-র জরিপের ফলাফল অনুযায়ী, জার্মানিতে এখন বিরোধী দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে৷ তাই ২৮% মানুষ বলেছেন দল হিসেবে সিডিইউ এবং সিএসইউ ভালো৷ ক্ষমতাসীনদের মধ্যে গ্রিন পার্টি পেয়েছে ২২% ভোট (আগের চেয়ে ৭% কম), এসপিডি পেয়েছে ১৯% (আগেও ছিল ১৯%) এবং এফডিপি পেয়েছে ৮% ভোট৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ