1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার্লি চ্যাপলিন

১৪ নভেম্বর ২০১২

লস এঞ্জেলেসে এই সপ্তাহান্তে সেই সুযোগ পাওয়া যাবে৷ চার্লি চ্যাপলিনের সৃষ্ট সেই অবিস্মরণীয় চরিত্র ‘দ্য লিটল ট্র্যাম্প' বা খুদে বাউন্ডুলের ট্রেডমার্ক ছিল এই ছড়ি এবং টুপি৷

ছবি: Getty Images

হলিউডের নির্বাক চিত্রের যুগের কোনো চরিত্র যদি পপ আর্টের যুগ পর্যন্ত বেঁচে থেকে থাকে, তবে সেই চরিত্রটি হল চ্যাপলিনের ট্র্যাম্প৷ ‘‘সিটি লাইটস'' কিংবা ‘‘মডার্ন টাইমস''-এর মতো ছবি যে আজ ক্ল্যাসিক বলে গণ্য হয়, তারও একটা প্রধান কারণ হল ঐ বাউন্ডুলে, ভবঘুরে চরিত্রটি৷

দ্য ট্র্যাম্প কিন্তু আসলে একজন জেন্টলম্যান৷ সে রীতিমতো স্যুট-বুট পরে, হাতে দস্তানা রাখে, কিন্তু সবই শতচ্ছিন্ন৷ রাস্তা থেকে পোড়া সিগারেটের টুকরো কুড়িয়ে সিগারেট কেসে রাখে এই ট্র্যাম্প৷ তার আচার-ব্যবহার যে কোনো জেন্টলম্যানকে ছাড়িয়ে যায়: বিশেষ করে মহিলাদের প্রতি সে বিশেষভাবে শিভালরাস, অতিমাত্রায় শিষ্টাচরণ করে, দেখলেই মাথার টুপি তুলে অভিবাদন জানাতে ভোলে না৷

‘দ্য কিড’ ছবিতে চার্লি চ্যাপলিনছবি: AP

সেই সঙ্গে আছে ট্র্যাম্পের হাঁটার বিশেষ ভঙ্গিমা, অনেকটা হাঁসেদের চালে৷ এই অতি সাধারণ অসাধারণ মনুষ্যটি বিশের এবং ত্রিশের দশকে কিভাবে বিশ্বজয় করেছিল, তা আজ ভাবা শ্ক্ত৷ মহাত্মা গান্ধী কি রবীন্দ্রনাথ ঠাকুরও ইউরোপ গেলে ঐ খুদে মানুষটির সঙ্গে দেখা করতে ভোলেননি৷

সেই ট্র্যাম্পের কতোগুলি ছড়ি কিংবা টুপি আজও অবশিষ্ট আছে, তা বলা শক্ত৷ কিন্তু লস এঞ্জেলেসে বনহ্যাম্সের নিলামে যে ছড়ি ও টুপিটি বিক্রি হচ্ছে, সেগুলি কারো ব্যক্তিগত মালিকানায় ছিল৷ আগামী ১৮ই নভেম্বরের নিলামে সেগুলোর দাম উঠবে চল্লিশ থেকে ষাট হাজার ডলার বলে ধরে নেওয়া হচ্ছে৷

অথচ চ্যাপলিন যে ভেবেচিন্তে এই খুদে বাউন্ডুলে চরিত্রটি সৃষ্টি করেছিলেন, এমন নয়৷ হলিউডের কিংবদন্তী বলে, কিস্টোন স্টুডিও'য় এক মেঘলা দিনে নাকি হঠাৎই দ্য ট্র্যম্প চরিত্রটি সৃষ্টি হয়, যদিও তাকে রুপালি পর্দায় প্রথম দেখা যায় ১৯১৪ সালে, ‘‘কিড অটো রেসেস অ্যাট ভেনিস'' ছবিতে৷

ট্র্যাম্পকে শেষবার দেখা যায় ১৯৩৬ সালে, ‘‘মডার্ন টাইমস'' ছবিতে৷ মাঝের ২২ বছরে চ্যাপলিনের এই ভবঘুরে চরিত্রটি বিংশ শতাব্দির পপ অর্থাৎ পপুলার কালচার বা গণসংস্কৃতির প্রথম আইকন বা প্রতীক সৃষ্টি করে৷ উনবিংশ শতাব্দির ইংরেজ ঔপন্যাসিক চার্ল্স ডিকেন্সের চরিত্র হতে পারত এই ট্র্যাম্প৷ আবার একবিংশ শতাব্দিতেও তার মহিমা একবিন্দু ক্ষুণ্ণ হয়নি৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ