1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

২৭ মার্চ ২০১২

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি হবে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ৷ আগামীকাল অর্থাৎ বুধবার রাতে মাঠে নামবে এই দুই ক্লাব৷

Champions League Viertelfinale 2011/2012 Infografik Auslosung DEU DW-Grafik: Olof Pock
তথ্যচিত্রে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব

এই খেলায় অলিম্পিক মার্সেই এর গোলরক্ষক স্টিভ মান্ডানাকে দলে পাওয়া যাবে না৷ মান্ডানার জায়গায় খেলবেন জেনারো ব্রাসিলিয়ানো৷ দলে থাকবেন না গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোলায়মান দিওয়ারা-ও৷ হাঁটুতে চোট পাবার ফলে চ্যাম্পিয়নস লীগের অন্য খেলাগুলোতেও আর অংশ নিতে পারবেন না দিওয়ারা৷

বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার মারিও গোমেজ এখন দারুণ ফর্মে রয়েছেন৷ ক'দিন আগেই এক ম্যাচে চার গোল করেছেন তিনি৷ পাঁচ গোল করে ফুটবলের বিস্ময় বালক মেসিই শুধু এখন এগিয়ে আছেন গোমেজ এর চেয়ে৷

এছাড়া বায়ার্নের-ই আরেক খেলোয়াড় টোমাস ম্যুলার-ও খেলছেন দুর্দান্ত৷ খেলার রেকর্ড এবং খেলোয়াড়দের পারফর্মেন্স মিলিয়ে এই ক্লাবের মনোবল এখন চাঙ্গা৷ তাই বেশ আশাবাদী হয়ে আছেন বায়ার্ন মিউনিখের দর্শকরাও৷

তবে কিনা জার্মানদের সতর্ক করে দিয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই-এর নতুন গোল রক্ষক জেনারো ব্রাসিলিয়ানো৷

জেনারো বলেছেন, এখনো যে কোনো মুহূর্তেই নিজেরা মাঠের দখল নিয়ে খেলার ফল বদলে দেবার ক্ষমতা রাখে মার্সেই৷ তাই, আগামীকালের কোয়ার্টার ফাইনালে জার্মান দর্শকদের জন্য কোনো একটা ‘আপসেট' ঘটিয়ে ফেলাটাও মার্সেই-এর পক্ষে অসম্ভব নয়৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ