1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা

৪ মে ২০১১

অপ্রতিরোধ্য বার্সা৷ ফাইনালেও তারাই৷ রেয়ালের এযাত্রায় আর হলনা৷ ফলাফল যদিও ১-১৷ তবু আগের ম্যাচে ২-০ জিতে আসা বার্সাই চলে গেল ফাইনালে৷

FC Barcelona's Pedro Rodriguez, left, scores his goal followed by Real Madrid 's Marcelo from Brazil, during a semi final, 2nd leg Champions League soccer match at the Camp Nou stadium in Barcelona on Tuesday, May 3, 2011. (AP Photo/Andres Kudacki)
পেদ্রো’র এই শট জায়গা করে নিয়েছিল প্রতিপক্ষের জালেছবি: AP

ফলাফল হয়েছে ১-১৷ ইনিয়েস্তার বাড়ানো পাস থেকে মঙ্গলবারের প্রথম গোলটি পেয়ে যান বার্সার তারকা ফরোয়ার্ড পেদ্রো৷ কিন্তু এর কিছুক্ষণ পরেই বার্সার সেই গোলটি শোধ করে দেন অ্যান্জেল ডি মারিয়ার গোলপোস্টে লাগা শট ধরে নিয়ে রেয়ালের মার্চেল্লো৷ এরপরেও রেয়ালের হিগুয়াইন আরেকটা গোল পেয়েছিলেন বটে, তবে রেফরি সে গোলটিকে বাতিল করে দেন৷ শেষমেস রেয়ালকে মাথায় হাত দিয়েই বসতে হয়েছে, তার কারণ, আগের ম্যাচে ২-০ হেরে থাকা রেয়াল এমনিতেই পিছিয়ে ছিল, জিততে গেলে তাদের করতে হত কমপক্ষে তিনটি গোল৷ কিন্তু ম্যাচে তেমন কোন পরিস্থিতি দেখা যায়নি৷ যদিও খেলা হয়েছে হাড্ডাহাড্ডি৷

জয়ের পর এমন উল্লাস খুবই স্বাভাবিকছবি: AP

আজ শালকে বনাম ম্যান ইউ

ম্যান ইউ-র কোচ স্যার আলেক্স ফার্গুসন আগাম জানিয়ে দিয়েছেন, আজ বুধবার শালকের বিরুদ্ধে ম্যাচটায় তিনি ওয়েন রুনিকে তেমন দরকার না পড়লে নামাবেন না৷ কারণ হ্যামস্ট্রিং-এ চোট পাওয়া রুনিকে তিনি সুস্থ এবং তৈরি রাখতে চান ফাইনালের জন্য৷ আসলে শালকের সঙ্গে ম্যাচটাকে তেমন গুরুত্ব দিয়ে দেখছেই না ম্যান ইউ৷ দলের অন্য বেশ কয়েকজনের চোট রয়েছে, তাদের এই ম্যাচে বিশ্রাম দেওয়ার তালিকা করতেই ব্যস্ত কোচ৷

আগামী ২৮ মে-এই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল৷ ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে কারা নামবে তা জানতে গেলে অপেক্ষা করতে হবে কয়েকটা ঘণ্টা৷ শালকে বনাম ম্যান ইউ-র ফলাফল পর্যন্ত৷ যদিও, বিশেষজ্ঞরা ম্যান ইউকেই এগিয়ে রেখেছেন ইতিমধ্যে৷ ফলে ২৮ মে-এর ফাইনালে বার্সা বনাম ম্যান ইউ-র খেলাটা যে জমজমাট হবে, তাতে কোন সন্দেহ নেই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ