1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে জার্মান বায়ার্ন হারাল ইংলিশ ম্যান সিটিকে

২৮ সেপ্টেম্বর ২০১১

চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের খেলায় জার্মানির বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে৷ জার্মানির দক্ষিণে অবস্থিত মিউনিখ শহরে হয়েছে খেলাটি৷

Bayern's Daniel Van Buyten of Belgium, right, and Manchester City's Edin Dzeko challenge for the ball during the Group A Champions League soccer match between FC Bayern Munich and Manchester City in Munich, southern Germany, on Tuesday , Sept. 27, 2011.(Foto:Matthias Schrader/AP/dapd)
ফুটবলের দখল পেতে বায়ার্ন ও ম্যান সিটির দুই তারকার লড়াইছবি: dapd

এর আগে লিগের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব ভিলারেয়ালকে হারিয়েছিল বায়ার্ন৷ ফলে এখন পর্যন্ত গ্রপ ‘এ'-র শীর্ষে তারা৷ এই গ্রুপের অন্য দল ইটালির নেপোলি মঙ্গলবার ভিলারেয়ালকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে৷

বায়ার্নের দুটো গোলই করেন স্ট্রাইকার মারিও গোমেজ৷ খেলার প্রথমার্ধেই গোল দুটি হয়৷ তবে খেলা শুরুর পর থেকে ৩০ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ম্যান সিটির কাছে৷ সেসময় বায়ার্নকে একটু নার্ভাস দেখাচ্ছিল৷ খেলা শেষে সেটা স্বীকার করেছেন গোলদাতা গোমেজ৷ তবে এরপরই, খেলায় ফিরে আসে বায়ার্ন৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে গোমেজ অন্তত দু'বার হ্যাট্রিকের সুযোগ পান৷ কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেন নি৷ এ নিয়ে গোমেজ গত শেষ সাত ম্যাচে ১১টি গোল করলেন৷

জয়ের পর বায়ার্ন মিউনিখের তারকাদের উল্লাসছবি: dapd

খেলা শেষে বায়ার্নের কোচ ইয়ুপ হেঙ্কেজ গোমেজের পাশাপাশি রিবেরি ও শোয়াইনস্টাইগারের প্রশংসা করেন৷ ওদিকে বায়ার্নের কোচ যখন তাঁর খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ, তখন ম্যান সিটির কোচ রবার্টো মানচিনি তাঁর দলের আর্জেন্টাইন খেলোয়াড় কার্লোস টেভেজের কড়া সমালোচনা করেন৷ মানচিনি বলেন, দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে টেভেজকে নামাতে চাইলে টেভেজ খেলতে অস্বীকার করেন৷ সেজন্য রেগে গিয়ে মানচিনি বলেন যে তাঁর অধীনে খেলোয়াড় হিসেবে টেভেজের আর কোনো জায়গা নেই৷ টেভেজ অবশ্য কোচের এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলছেন, সাইড বেঞ্চে ভুল বোঝাবুঝি থেকেই এই সমস্যা তৈরি হয়েছে৷

উল্লেখ্য, এর আগেও টেভেজ আর ম্যান সিটি খবরের আলোয় এসেছিল৷ সেসময় টেভেজ আর সিটিতে খেলবেন না বলে জানিয়েছিলেন৷ কিন্তু পরে সে সমস্যার সমাধান হয়৷ টেভেজ বলেন, তার পরিবার এখন ইংল্যান্ডেই থাকে৷ তাই এখন, ম্যান সিটিতে খেলতে তাঁর আর কোনো সমস্যা নেই৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ