1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়ের ধারায় ফিরলো বায়ার্ন

২৪ অক্টোবর ২০১২

চ্যাম্পিয়নস লিগে আবারও জয়ের ধারায় ফিরলো জার্মানির বায়ার্ন মিউনিখ৷ আগের খেলায় তারা বেলারুশের বরিসভ ক্লাবের কাছে হেরে গিয়েছিল৷ মঙ্গলবার ফরাসি ক্লাব লিলকে ১-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের গতবারের রানার আপ’রা৷

ছবি: picture-alliance/dpa

খেলা শুরুর ২০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের পক্ষ্যে জয়সূচক গোলটি করেন ম্যুলার৷ এই জয়ের ফলে তিন খেলায় ছয় পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান এখন বরিসভ আর স্পেনের ভ্যালেন্সিয়ার সঙ্গে৷

মঙ্গলবার রাতে সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে ইউক্রেনের ক্লাব শাখটার ডোনেটস্কছবি: AP

এদিকে মঙ্গলবার রাতে সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে ইউক্রেনের ক্লাব শাখটার ডোনেটস্ক৷ তারা বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে৷ তবে সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধানটা আরও বাড়াতে পারতো ইউক্রেনের এই ক্লাবটি৷ খেলার পর কোচ বলেছেন, জয়টা তাঁদের প্রাপ্য ছিল৷ চেলসির মতো বড় দলের সঙ্গে খেলতে তাঁরা ভয় পাননি বলেও জানান তিনি৷

এই হারের কারণে নিজেদের গ্রুপে চেলসির অবস্থান এখন ডোনেটস্কের পর৷

বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেড তাদের খেলায় প্রথমে পিছিয়ে পড়লেও পরে জয় পেয়েছে৷ নিজেদের মাঠে বার্সেলোনা সেলটিকের সঙ্গে খেলার শুরুতেই এক গোলে পিছিয়ে পড়েছিল৷ পরে সেটা শোধ হয় প্রথমার্ধের শেষ মিনিটে৷ আর জয়সূচক গোলটি আসে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে৷ এর ফলে লিগের প্রথম তিন খেলার সবকটিতেই জয় পেল বার্সা৷

অপর খেলায় ইংলিশ ক্লাব ম্যান ইউ পিছিয়ে পড়েছিল ২-০ গোলে৷ পরে দুটি গোল শোধ করা ছাড়াও তারা মাঠ ছেড়ে ৩-২ গোলের জয় নিয়ে৷ খেলা ছিল পর্তুগিজ ক্লাব ব্রেগার বিরুদ্ধে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ