1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড, শালকের শুভ সূচনা

১৯ সেপ্টেম্বর ২০১২

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ের খেলা শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে৷ শুরুর রাতেই জয় পেয়েছে জার্মানির বোরুসিয়া ডর্টমুন্ড এবং শালকে৷ তবে ডর্টমুন্ডের জন্য খেলাটি মোটেই সহজ ছিল না৷

ছবি: picture-alliance/dpa

শালকের সঙ্গে প্রথম ত্রিশ মিনিট ‘সমানে সমান' লড়াই করেছে অলিম্পিয়াকোস পিরেয়ৌস৷ খেলার ৩৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলরক্ষকের হাত থেকে বল ছিনিয়ে নিয়ে তা জালে জড়ান শালকের কারিয়াকোস পাপাডোপুলস৷ রেফারি এটিকে শুরুতে গোল হিসেবে গণ্য করলেও, গোল-লাইন কর্মকর্তারা সেটিকে ফাউল হিসেবে ঘোষণা দেয়৷ ফলে গোলটি পায়নি জার্মান দল৷

তারপর অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি শালকে ভক্তদের৷ এই ঘটনার মাত্র চার মিনিট পর কর্নার থেকে প্রাপ্ত বল সহজেই প্রতিপক্ষের গোলে জড়ান শালকের বেনেডিক্ট হুভেডস৷

স্বাগতিক পিরাস অবশ্য পরবর্তীতে খেলায় সমতা ফিরিয়ে আনে৷ ৫৮ মিনেটের মাথায় সেদলের জামেল আবডুন চমৎকার শটে গোল করেন৷ অবশ্য টিভি রিপ্লেতে দেখা যায়, পরপর দু'বার অফসাইডে চলে গিয়েছিলেন তিনি৷ কিন্তু রেফারিরা সেটি লক্ষ্য করেননি৷

বলা বাহুল্য, চলতি চ্যাম্পিয়নস লিগে কঠিন গ্রুপে রয়েছে ডর্টমুন্ড...ছবি: Reuters

পরবর্তীতে মেজেরি গোল করে শালককে এগিয়ে নিয়ে যান৷ এছাড়া শালকে একটি পেনাল্টি শটের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি৷

অন্যদিকে, ডাচ দল আয়াক্স আম্সটারডামকে হারাতে বেগ পেতে হয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ডর্টমুন্ডকে৷ খেলার প্রথমার্ধে উভয় দলই গোলের কয়েকটি ভালো সম্ভাবনা তৈরি করে৷ প্রথমার্ধে আয়াক্সের আক্রমণের কাছে একাধিকবার পরাস্ত হন স্বাগতিকদের গোল রক্ষক রোমান ভাইডেনফেলার৷ কিন্তু তারপরও প্রতিপক্ষের গোলে বল জড়াতে পারেনি আয়াক্সের খেলোয়াড়রা৷

দ্বিতীয়ার্ধে অবশ্য ডর্টমুন্ডই গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেশি৷ কিন্তু সেগুলো তেমন একটা কাজে লাগাতে পারেনি সেদলের আক্রমণভাগ৷ এমনকি একটি পেনাল্টি শটের সুযোগ থেকেও গোল করতে পারেনি সেদল৷ মাৎস হুমেলস এই সুযোগটি হারান৷ খেলার ৮৭ মিনিটে ডর্টমুন্ডের পোলিশ স্ট্রাইকার লেভানড্ভস্কি দলের পক্ষে জয়সূচক গোলটি করেন৷

উল্লেখ্য, চলতি চ্যাম্পিয়নস লিগে কঠিন গ্রুপে রয়েছে ডর্টমুন্ড৷ বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে একই গ্রুপে রয়েছে রেয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি৷ ফলে ‘আঞ্চলিক নই' এই তকমা অর্জনটা সহজ হবে না ডর্টমুন্ডের পক্ষে৷

প্রতিবেদন: ম্যাট জুভেলা/এআই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ