1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

১৪ মার্চ ২০১২

চ্যাম্পিয়নস লিগে আবারো চমক দেখালো বায়ার্ন মিউনিখ৷ ৭-০ গোলের ব্যবধানে বিশাল জয়৷ প্রতিপক্ষ এফসি বাসেল৷ দিনকয়েক আগে বার্সেলানার ৭ গোলের চমকের পর এবার জার্মানরাও দেখালো একই খেলা৷

ছবি: dapd

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বায়ার্ন মিউনিখ৷ প্রতিপক্ষের গোলরক্ষক অবশ্য দক্ষতার সঙ্গে অনেক আক্রমণই প্রতিহত করেছে৷ এরই মাঝে সুযোগ বুঝে খেলার ১১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন বায়ার্নের আরিয়ন রবিন৷ থমাস ম্যুলার'এর একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসছিল, কিন্তু সেই বলটিই অসাধারণ দক্ষতায় গোলে জড়ান রবিন৷

দ্বিতীয় গোলটির কারিগর অবশ্য রবিন নিজেই৷ কিন্তু সেটিকে সফলতার সঙ্গে গোলে পুরেছেন থমাস ম্যুলার৷ খেলার তখন ৪২ মিনিট৷ তৃতীয় গোলটি এসেছে অবশ্য তিন মিনিট পরই৷ এবার সহজেই প্রতিপক্ষের জালে বল জড়ান মারিয়ো গোমেস৷ মঙ্গলবার রাতটা ছিল তাঁরই দখলে৷ ধারাবাহিকভাবে চারটি গোল করেছেন তিনি খেলার ৪২, ৫০, ৬০ এবং ৬৭ মিনিটের মাথায়৷ ম্যাচের সবশেষ গোলটি অবশ্য এসেছে উদ্বোধকের কাছ থেকেই৷ অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান রবিন৷ আসলে রবিনকে আটকানোর শত চেষ্টা করেছে বাসেল৷ কিন্তু পুরো খেলায় সে ছিল অপ্রতিরোধ্য৷

গোমেজ (বামে) করেছেন চার গোল আর রবেন (ডানে) করেন দুই গোলছবি: dapd

দিনকয়েক আগেই বায়ার লিভারকুজেনকে ৭-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা৷ সে খেলায় নায়ক মেসি৷ মঙ্গলবারের ম্যাচ শেষে অনেকেই মেসি'র সঙ্গে তুলনা করতে শুরু করেন গোমেস'কে৷ যদিও তাঁর সাফ জবাব, আমি মেসি'র মতো দক্ষ খেলোয়াড় কখনোই হতে পারবো না৷ তবে এমন জয়ের পেছনে একক কোনো ব্যক্তি নয়, বরং দলই আসল৷ সেটা বোঝা গেল ফ্রাংক রিবেরি'র মন্তব্যে৷ ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আমরা হচ্ছি এফসি বায়ার্ন মিউনিখ এবং আমাদের ভয়ডর বলতে কিছু নেই৷''

উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে জার্মানির টিকে থাকা একমাত্র দল হচ্ছে বায়ার্ন মিউনিখ৷ সেরা ১৬'র মধ্যে টিকে থেকে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলে আরো একটি সম্ভাবনা আছে বায়ার্নের কাছে৷ সেটি হচ্ছে ফাইনালটি হবে বায়ার্নের ভক্তকুলের সামনে, নিজেদের মাঠে৷ সেক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় বায়ার্নের জন্য সহজই হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ