1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে হিরো, বুন্ডেসলিগা-য় জিরো

২৪ অক্টোবর ২০১৪

বোরুসিয়া ডর্টমুন্ড-কে নিয়ে এমন মন্তব্য বোধ হয় করাই যায়৷ কারণ দলটি জাতীয় লিগের শেষ পাঁচ ম্যাচে জয় না পেলেও ইউরোপীয় লিগের প্রথম তিন ম্যাচই জিতেছে বেশ ভালোভাবে৷

Champions League Borussia Dortmund vs. Galatasary 22.10.2014
ছবি: Getty Images

বুন্ডেসলিগা-র পয়েন্ট তালিকায় ডর্টমুন্ডের বর্তমান অবস্থান ১৪৷ গত ২৭ বছরের ইতিহাসে এতটা খারাপ শুরু আর করেনি ডর্টমুন্ড৷ তাইতো বুধবার চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাই-এর বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয়ের পরই যখন অধিনায়ক মাটস হুমেলস-এর সঙ্গে কথা বলা গেছে, তিনি বুন্ডেসলিগা-র কথা টেনে এনেছেন৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘এসব কিছুর (গালাতাসারাই এর বিরুদ্ধে জয়) কোনো মানে হবে না যদি শনিবার আমরা হানোফার-কে (বুন্ডেসলিগা ম্যাচে) হারাতে না পারি৷'' কোচ ইয়ুর্গেন ক্লপও হানোফার-কে নিয়ে এখনই চিন্তা শুরু করে দিয়েছেন৷

আর সেটা না করে উপায়ই বা কী আছে? কারণ এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত পরিস্থিতি এমনও হতে পারে যে, ডর্টমুন্ড হয়ত আগামী বছর চ্যাম্পিয়নস লিগে খেলারই সুযোগ পেল না৷ ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স-ইওয়াখিম ভাৎস্কে-র কথায় এমন আভাস পাওয়া গেছে৷ তিনি কথা বলছিলেন ক্লপ-এর ভবিষ্যৎ নিয়ে৷ শেষ পাঁচটি লিগ ম্যাচে জয় না পেলেও ক্লপ-এর চাকরির নিশ্চয়তা আছে বলেই জানান ভাৎস্কে৷ তিনি বলেন, ‘‘আমি সবসময় বলেছি যে, কোচই (ক্লপ) সিদ্ধান্ত নেবেন যে কবে তিনি ডর্টমুন্ড ছাড়বেন৷ এটা এখনও বলবৎ আছে৷

‘‘ডর্টমুন্ড যদি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হারিয়েও ফেলে তবুও ডর্টমুন্ডের কোনো সমস্যা হবে না,'' বলেন দলের প্রধান নির্বাহী৷

বায়ার্ন-ম্যোনশেনগ্লাডবাখ

চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড-এর চেয়েও বড় জয় পায় বায়ার্ন মিউনিখ৷ রোমে গিয়ে রোমার বিরুদ্ধে তারা ৭-১ গোলের রেকর্ড গড়া জয় পায়৷ বায়ার্ন-এর ইতিহাসে চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে এত বড় জয় আর পায়নি দলটি৷ সেই বায়ার্ন রবিবার বুন্ডেসলিগা ম্যাচে লড়বে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ-এর বিরুদ্ধে৷ লিগে গ্লাডবাখ-এর অবস্থান বর্তমানে দ্বিতীয়৷ বায়ার্ন-এর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান চার৷ সে হিসেবে রবিবারের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা৷

জেডএইচ/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ