1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লীগ ফাইনালের আগে বার্সা এবং ম্যান-ইউ

১৩ মে ২০১১

২৮ মে ওয়েম্বলে’তে দুই জায়ান্ট মুখোমুখি হবে৷ স্পেনের লা লিগা ইতিমধ্যেই বার্সার হাতে৷ প্রিমিয়ার লীগের টাইটেলও বস্তুত ম্যানচেস্টার ইউনাইটেডের হাতের মুঠোয়৷

গত বছরের অক্টোবরে স্প্যানিশ লা লীগাতে বার্সেলোনাছবি: AP/picture-alliance/Cordon Press/DW Grafik

২৮ মে ওয়েম্বলে'তে দুই জায়ান্ট মুখোমুখি হবে৷ স্পেনের লা লিগা ইতিমধ্যেই বার্সার হাতে৷ প্রিমিয়ার লীগের টাইটেলও বস্তুত ম্যানচেস্টার ইউনাইটেডের হাতের মুঠোয়৷

দুই কোচ পেপ গুয়ার্দিওলা এবং সার এ্যালেক্স ফার্গুসন এখন তাদের খেলোয়াড়দের কথাই ভাবছেন৷

বুধবার লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেই বার্সেলোনা তাদের পর পর তিন নম্বর লীগ টাইটেল নিশ্চিত করে৷ ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার ব্ল্যাকবার্নের বিরুদ্ধে একটা ড্র করলেই তাদেরও প্রিমিয়ার লীগ টাইটেলটা নিশ্চিত৷ এখন দেখা যাক এই পরিস্থিতিতে কোন কোচ কি করছেন অথবা ভাবছেন৷

বার্সার পেপ গুয়ার্দিওলা বলেছেন: ‘এখনই তো পার্টি করার সময়! টাইটেল জেতার পর৷ ওদিকে আবার লন্ডনের ফাইনালের জন্য তৈরি হবারও সময় রয়েছে৷' দলের প্লেয়ারদের সম্পর্কে বার্সার কোচের মন্তব্য: ‘এরা সবাই অসাধারণ, এবং একটি অসম্ভব জোরদার দল৷ গত আড়াই বছর ধরে এরা যে লড়াইটা লড়ছে, তার কথাও মনে রাখতে হবে৷ আশা করব, মানুষজন আমাদের খেলা দেখে আনন্দ পেয়েছে - সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার৷'

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন তাঁর ৪০ বছর বয়েসি ওলন্দাজ গোলরক্ষক এডউইন ফ্যান ডের সার'কে ব্ল্যাকবার্নে নিয়ে যাচ্ছেন না৷ তবে বাকি টিম ফুল স্ট্রেন্থেই রাখছেন৷ কেননা এবারকার টাইটেলটা জিততে পারলে ম্যান ইউ'এর সব মিলিয়ে ১৯টি প্রিমিয়ার লীগ টাইটেল হবে৷ এযাবৎ তারা ছিল ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব হিসেবে লিভারপুলের সঙ্গে জয়েন্ট রেকর্ড হোল্ডার: কেননা দু'টি ক্লাবই ১৮ বার লীগ খেতাব জয় করেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ