1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স ট্রফি, মুখোমুখি ভারত পাকিস্তান

২৬ সেপ্টেম্বর ২০০৯

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ আজ শনিবার৷ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসেছে এ জমাট আসর৷

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিছবি: AP

শুক্রবার খেলা ছিল শ্রীলংকা এবং ইংল্যান্ডের সঙ্গে৷ ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংএ পাঠায় শ্রীলংকাকে৷ বি গ্রুপের এই খেলায় শ্রীলংকা সব কটি উইকেট হারিয়ে করেছিল ২১২ রান৷ এটা বড় কোন লক্ষ্য নয়৷ তাই বেশ পিটিয়ে খেলে ৪ উইকেটে তুলে নেন কাঙ্খিত ২১৩ রান৷ ৩০ বল বাকি থাকতেই ইংলিশ দলের জয় আসে ৬ উইকেটে৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের পিডে কলিনউড৷ এই গ্রুপে ইংল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট৷ আর শ্রীলংকার শূন্য৷

আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান৷ আট দেশের এ টুর্নামেন্টে ইতিমধ্যে পাকিস্তান জয় দিয়ে শুরু করে তাদের অভিযান৷ শাহেদ আফ্রিদির নেতৃত্বে দলটি ৫ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে৷ অন্যদিকে, ভারতের আজ এই টুর্নামেন্টে প্রথম খেলা৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ দুই প্রতিবেশী দলের ক্রিকেট যুদ্ধে সাম্প্রতিক সময়ে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও ওয়ানডে ক্রিকেটের ওভার অল রেকর্ডে পাকিস্তান অনেকটা এগিয়ে৷ এ পর্যন্ত অনুষ্ঠিত দুই ক্রিকেট পরাশক্তির ১১৭ ম্যাচে পাকিস্তান জয়ী হয়েছে ৬৮, আর ভারতের জয় ৪৫৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ