1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুভেন্টাস আর পিএসজির জয়

১৩ ফেব্রুয়ারি ২০১৩

ক’দিন আগে বার্সেলোনাকে হারিয়েছিল তারা৷ সেই সেল্টিক নিজের মাঠেই হেরে গেল জুভেন্টাসের কাছে৷ নিজের মাঠে ভ্যালেন্সিয়াও হার এড়াতে পারেনি পিএসজি আইন্ডহোফেনের বিপক্ষে৷

ARCHIV - UEFA-Generalsekretär Gianni Infantino zieht am 20.07.2012 Lose bei der Auslosung für die Champions League in Nyon. Für sieben Bundesliga-Teams wird es am 20.12.2012 spannend: Sie bekommen bei der Auslosung in Nyon ihre Gegner für die nächste Runde in der Champions und Europa League. EPA/LAURENT GILLIERON +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ অফ সিক্সটিনের প্রথম দিনে সেল্টিক আর ভ্যালেন্সিয়া যেমন দাপটের সঙ্গে খেলেছে তাতে জয় তাঁদেরই হওয়ার কথা৷ অথচ ম্যাচে ৬৫ ভাগ বল নিয়ন্ত্রণে রাখা ভ্যালেন্সিয়াকে হারতে হলো ২-১ গোলে৷ গ্লাসগোয় সেল্টিক তো রীতিমতো লজ্জায় ডুবেছে৷ প্রথম পর্বে যাঁরা বার্সেলোনার মতো দলকে হারিয়েছিল তারা জুভেন্টাসের কাছে হেরেছে ৩-০ গোলে৷ এমন হারের পর কি আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যাওয়ার আশা করছে সেল্টিক? তা অবশ্য করতেই পারে, তবে সে আশা পূরণ করতে হলে আগামী ৬ মার্চ তুরিনে জুভেন্টাসের বিপক্ষেই অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে৷

গ্লাসগোর ৬০ হাজার দর্শককে কিন্তু অবিশ্বাস্য একটা কাণ্ডই করে দেখিয়েছে জুভেন্টাসছবি: Reuters

গ্লাসগোর ৬০ হাজার দর্শককে কিন্তু অবিশ্বাস্য একটা কাণ্ডই করে দেখিয়েছে জুভেন্টাস৷ ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম বলার মতো সুযোগ পেয়েছিল ইটালির এই ক্লাব৷ উঁচু হয়ে আসা একটি বল সামাল দিতে গিয়ে নিজেই কেমন যেন বেসামাল হয়ে গিয়েছিলেন গত সপ্তাহেই নাইজেরিয়াকে আফ্রিকান নেশন্স কাপ জিতিয়ে আসা এফে অ্যামব্রোস৷ ডিফেন্ডার বেসামাল হলে আর বাঁচা যায়? ছুটে এসে গোলরক্ষক ফ্রেজার ফস্টারের দু পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে দেন আলেসান্দ্রো মাত্রি৷ গোল লাইন থেকে সেই বলও ফিরিয়েছিলেন সেল্টিকের এক ডিফেন্ডার৷ কিন্তু ফিরতি বলে জোরালো শট নিয়ে জাল কাঁপিয়ে দেন ক্লদিও মারচিসিও৷ পরে অ্যাকশন রিপ্লেতে অবশ্য দেখা গেছে মাত্রির শট থেকেই বল গোল লাইন পেরিয়ে গিয়েছিল৷

তারপর অনেক চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি সেল্টিক৷ ৭৭ মিনিটে সেই মারচিসিও আর মাত্রি মিলেই ব্যবধান করে দেন ২-০৷ সেবার মাত্রির পাস, মারচিসিওর গোল৷ ম্যান অফ দ্য ম্যাচ মারচিসিও পাঁচ মিনিট পর আরো এগিয়ে দেন জুভেন্টাসকে৷ তাঁর পাস থেকে মন্টেনেগ্রোর মিরকো ভুচিনিচ গোল করার পর সেল্টিকের আর জয়ের আশা ছিলনা৷

স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া হেরেছে আসলে দুই আর্জেন্টাইন আর এক ব্রাজিলিয়ানের কাছে৷ ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)র হয়ে গোল দুটি করেছেন দুই আর্জেন্টাইন পাস্তোরে এবং লাভেজ্জি৷ কিন্তু ২০ বয়সি ব্রাজিলিয়ান লুকাস মাউরো চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই বুঝিয়ে দিয়েছেন নিজের জাত৷ গোল নিজে করেননি, করিয়েছেন৷ না করালে ভ্যালন্সিয়াকে হয়তো হারতে হতো না৷

এসিবি/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ