1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে

১৬ সেপ্টেম্বর ২০১৩

আবারো শুরু হচ্ছে ইউরোপ সেরার আসর৷ প্রথম দিনেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং জার্মানির আরেক ক্লাব বায়ার লেভারকুজেন৷ অ্যালেক্স ফার্গুসন পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেডও মাঠে নামবে এদিন৷

Arjen Robben ( FCB ) mit Pokal FC Bayern München ist der Gewinner der Championsleague 2013 Fussball Championsleague Finale : Borussia Dortmund - FC Bayern München 1:2 football Championsleague final 26.5.2013 London Wembley Stadion Copyright by : sampics Photographie
ছবি: picture alliance/augenklick

বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে পৌনে একটায় নিজেদের মাঠে রাশিয়ার সিএসকেএ মস্কো ক্লাবের বিরুদ্ধে নামবে বায়ার্ন৷ আর লেভারকুজেন ইংল্যান্ডে খেলতে যাবে ম্যান ইউ-র বিরুদ্ধে৷

গতবার ত্রিমুকুট জয় করা বায়ার্নের দায়িত্ব নিয়েছেন মেসিদের সাবেক কোচ পেপ গুয়ার্দিওয়ালা৷ বায়ার্নকে এবারও তিনি সেরা করতে পারেন কি না, তা দেখতে উন্মুখ হয়ে আছেন সারা বিশ্বের ফুটবল সমর্থকরা৷

এদিকে ইউরোপে বায়ার্নের রাজত্ব খর্ব করতে মুখিয়ে আছে যে দলগুলো, তাদের অন্যতম রেয়াল মাদ্রিদও একইদিন মাঠে নামবে তুর্কি ক্লাব গালাতাসারাই এর বিরুদ্ধে৷ সম্প্রতি টটেনহ্যাম থেকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে গ্যারেথ বেলকে স্পেনে উড়িয়ে নিয়ে গিয়ে আলোচনার জন্ম দিয়েছে রেয়াল৷ আর আগে থেকেই সেখানে আছেন এই গ্রহের আরেক অন্যতম সেরা খেলোয়াড় রোনাল্ডো৷ ফলে রেয়াল সমর্থকরা এবার ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখতেই পারে৷

ইউরোপে বায়ার্নের রাজত্ব খর্ব করতে মুখিয়ে আছে যে দলগুলো, তাদের অন্যতম রেয়াল মাদ্রিদছবি: JAVIER SORIANO/AFP/Getty Images

শক্তি বাড়াতে রেয়াল যেমন বেলকে এনেছে, তেমনি বার্সেলোনা এনেছে ব্রাজিলীয় সুপারস্টার নেইমারকে৷ বার্সা সমর্থকরাও তাই মেসি-নেইমার দ্বৈরথে ভর করে এবার ইউরোপ সেরা হতে চাইছে৷ সেই মিশনটা শুরু হচ্ছে বুধবার৷ প্রতিপক্ষ হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম৷

এদিকে, গতবার চ্যাম্পিয়ন্স লিগের অল জার্মান ফাইনালের আরেক ক্লাব বোরুসিয়া ডর্টমুন্ডও চমক ধরে রাখার লড়াই শুরু করবে বুধবার৷ নাপোলির বিরুদ্ধে খেলাটি হবে ইটালিতে৷

সেদিনের অন্যান্য উল্লেখ্যযোগ্য খেলাগুলো হচ্ছে চেলসি বনাম বাসেল, আর্সেনাল বনাম মার্সেই৷ রেয়াল ছেড়ে চেলসির কোচের দায়িত্ব নেয়া জোসে মুরিনিয়ো কি করেন সেটা একটা দেখার বিষয়৷ তেমনি বেলকে আনতে গিয়ে মেসুট ও্যজিলকে আর্সেনালের কাছে বেচে দিয়ে রেয়াল ভুল করল কিনা, নজর রাখতে হবে সেদিকেও৷

জেডএইচ / এসবি (উয়েফা ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য