1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে

১৬ সেপ্টেম্বর ২০১৩

আবারো শুরু হচ্ছে ইউরোপ সেরার আসর৷ প্রথম দিনেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং জার্মানির আরেক ক্লাব বায়ার লেভারকুজেন৷ অ্যালেক্স ফার্গুসন পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেডও মাঠে নামবে এদিন৷

Arjen Robben ( FCB ) mit Pokal FC Bayern München ist der Gewinner der Championsleague 2013 Fussball Championsleague Finale : Borussia Dortmund - FC Bayern München 1:2 football Championsleague final 26.5.2013 London Wembley Stadion Copyright by : sampics Photographie
ছবি: picture alliance/augenklick

বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে পৌনে একটায় নিজেদের মাঠে রাশিয়ার সিএসকেএ মস্কো ক্লাবের বিরুদ্ধে নামবে বায়ার্ন৷ আর লেভারকুজেন ইংল্যান্ডে খেলতে যাবে ম্যান ইউ-র বিরুদ্ধে৷

গতবার ত্রিমুকুট জয় করা বায়ার্নের দায়িত্ব নিয়েছেন মেসিদের সাবেক কোচ পেপ গুয়ার্দিওয়ালা৷ বায়ার্নকে এবারও তিনি সেরা করতে পারেন কি না, তা দেখতে উন্মুখ হয়ে আছেন সারা বিশ্বের ফুটবল সমর্থকরা৷

এদিকে ইউরোপে বায়ার্নের রাজত্ব খর্ব করতে মুখিয়ে আছে যে দলগুলো, তাদের অন্যতম রেয়াল মাদ্রিদও একইদিন মাঠে নামবে তুর্কি ক্লাব গালাতাসারাই এর বিরুদ্ধে৷ সম্প্রতি টটেনহ্যাম থেকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে গ্যারেথ বেলকে স্পেনে উড়িয়ে নিয়ে গিয়ে আলোচনার জন্ম দিয়েছে রেয়াল৷ আর আগে থেকেই সেখানে আছেন এই গ্রহের আরেক অন্যতম সেরা খেলোয়াড় রোনাল্ডো৷ ফলে রেয়াল সমর্থকরা এবার ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখতেই পারে৷

ইউরোপে বায়ার্নের রাজত্ব খর্ব করতে মুখিয়ে আছে যে দলগুলো, তাদের অন্যতম রেয়াল মাদ্রিদছবি: JAVIER SORIANO/AFP/Getty Images

শক্তি বাড়াতে রেয়াল যেমন বেলকে এনেছে, তেমনি বার্সেলোনা এনেছে ব্রাজিলীয় সুপারস্টার নেইমারকে৷ বার্সা সমর্থকরাও তাই মেসি-নেইমার দ্বৈরথে ভর করে এবার ইউরোপ সেরা হতে চাইছে৷ সেই মিশনটা শুরু হচ্ছে বুধবার৷ প্রতিপক্ষ হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম৷

এদিকে, গতবার চ্যাম্পিয়ন্স লিগের অল জার্মান ফাইনালের আরেক ক্লাব বোরুসিয়া ডর্টমুন্ডও চমক ধরে রাখার লড়াই শুরু করবে বুধবার৷ নাপোলির বিরুদ্ধে খেলাটি হবে ইটালিতে৷

সেদিনের অন্যান্য উল্লেখ্যযোগ্য খেলাগুলো হচ্ছে চেলসি বনাম বাসেল, আর্সেনাল বনাম মার্সেই৷ রেয়াল ছেড়ে চেলসির কোচের দায়িত্ব নেয়া জোসে মুরিনিয়ো কি করেন সেটা একটা দেখার বিষয়৷ তেমনি বেলকে আনতে গিয়ে মেসুট ও্যজিলকে আর্সেনালের কাছে বেচে দিয়ে রেয়াল ভুল করল কিনা, নজর রাখতে হবে সেদিকেও৷

জেডএইচ / এসবি (উয়েফা ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ