1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫০’এ পা রাখলো বুন্ডেসলিগা

২৫ আগস্ট ২০১২

বোরুসিয়া ডর্টমুন্ডের জয় দিয়ে শুরু হলো বুন্ডেসলিগার ৫০তম আসর৷ শুক্রবার রাতের খেলায় ডর্টমুন্ড ভ্যার্ডার ব্রেমেনের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায়৷ ১৯৬৩ সালে বুন্ডেসলিগার প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড আর ব্রেমেন৷

ছবি: Reuters

ডর্টমুন্ডের নতুন খেলোয়াড় জার্মান জাতীয় দলের তরুণ সেনসেশন ২৩ বছর বয়েসি মার্কো রয়েস খেলার প্রথম গোলটি করেন৷ রয়েস গতবার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন৷ ম্যুনশেনগ্লাডবাখ থেকে এবার তিনি ডর্টমুন্ডে যোগ দিয়েছেন৷

ডর্টমুন্ডের জাপানি খেলোয়াড় শিনজি কাগাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায় তাঁর জায়গায় রয়েসকে নিয়েছে ডর্টমুন্ড৷

রয়েসের গোলের পর সেটা শোধ করে দিয়েছিল ব্রেমেন৷ পরে ডর্টমুন্ডের বদলি খেলোয়াড় মারিও গ্যোয়েটৎসে জয়সূচক গোলটি করেন৷

এই জয়ের ফলে ডর্টমুন্ড বুন্ডেসলিগার টানা ২৯টি ম্যাচে অপরাজেয় থাকলো৷ সবশেষ তারা প্রায় এক বছর আগে গত বছরের ১৮ই সেপ্টেম্বর হেরেছিল৷ বুন্ডেসলিগায় টানা ৩৬টি ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড হামবুর্গের৷ এবং সেই রেকর্ডটা হয়েছিল ৩০ বছর আগে৷

এই জয়ের ফলে ডর্টমুন্ড বুন্ডেসলিগার টানা ২৯টি ম্যাচে অপরাজেয় থাকলোছবি: Getty Images

এদিকে বুন্ডেসলিগায় ডর্টমুন্ডের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ক্লাবের চেয়ারম্যান কার্ল-হাইন্স রুমেনিগে বলেছেন, তাঁরা ঐতিহাসিক ৫০তম আসরে সেরা হতে চান৷ গতবার বায়ার্নের ভাগ্যটা খারাপই গেছে বলতে হবে৷ কেননা বুন্ডেসলিগা, জার্মান কাপ আর ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ - প্রতিটা আসরেই তারা রানার আপ হয়েছে৷

বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস এই মরসুম শেষে দলের দায়িত্ব ছেড়ে দেয়ার আভাস দিয়েছেন৷ ‘স্যুদডয়েচে সাইটুং' পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বায়ার্নের সঙ্গে তাঁর চুক্তি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত৷ এরপর তিনি ক্লাব ছেড়ে দিতে পারেন৷ অবশ্য এ বিষয়ে ক্লাবের সঙ্গে তাঁর কথা হবে ডিসেম্বর ও জানুয়ারিতে৷

জেডএইচ/এআই (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ