1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যালেঞ্জ এর মুখে সংবাদমাধ্যম

১২ জুন ২০০৯

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের অবস্থা এখন কেমন? এই প্রশ্নের উত্তর খুব একটা সহজ নয়৷ গত সপ্তাহে ডয়চে ভেলে আয়োজিত দ্বিতীয় গ্লোবাল মিডিয়া ফোরামে এ বিষয়টি বেশ আলোচিত হয়েছে৷

ছবি: DW/K. Danetzki

সেখানে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর জার্নালিষ্ট-এর এক প্রতিবেদনের কথা উল্লেখ করে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যমগুলো একটি চ্যালেঞ্জ-এর মধ্য দিয়ে যাচ্ছে৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সত্যিকারের একটি গণতান্ত্রিক অবস্থার জন্য প্রয়োজন শক্তিশালী এবং স্বাধীন গণ মাধ্যম৷ তাঁরা বলেছেন, এই এলাকায় সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় সমস্যাটি হলো বিভিন্ন স্থানে সহিংস অবস্থা৷ সেখানে সাংবাদিকরা কাজ করতে গিয়ে একদিকে বাধা পাচ্ছেন, অন্যদিকে, এসব দেশের অভ্যন্তরে বিভিন্ন গ্রুপের হাতে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনাও ঘটছে৷

উদাহরণ হিসাবে শ্রীলংকার কথা চলে আসে৷ শ্রীলংকার একসময়ের প্রাণচাঞ্চল্যময় মিডিয়া পরিবেশ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের উপর আক্রমণের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখানে ২০০৬ সাল থেকে এপর্যন্ত অন্ততপক্ষে ১৪ জন মিডিয়া কর্মী হত্যাকান্ডের শিকার হয়েছেন৷ বিশজনেরও বেশি সাংবাদিক প্রাণহানির ভয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে৷

পাকিস্তানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মিডিয়া ফোরামের এক সাংবাদিক জানান, বিভিন্ন গ্রুপের মধ্যে কাজ করতে হচ্ছে সংবাদ কর্মীদের৷ এ ছাড়া সেখানে স্বাধীন সংবাদ মাধ্যমের কাজে বাধা হয়ে আছে বিভিন্ন কঠোর এবং কঠিন তথ্য আইন৷

ভারত কিংবা বাংলাদেশে তো একের পর এক ঘটে যাচ্ছে বিভিন্ন মহলের কাছ থেকে সাংবাদিকদের হুমকি এমন কি আক্রমনের ঘটনাও৷

জার্মানির বন শহরে শেষ হলো দ্বিতীয় গ্লোবাল মিডিয়া ফোরাম৷ অন্য অনেক দেশের প্রতিনিধিদের সঙ্গে এখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের সাংবাদিক এবং এনজিও কর্মীরাও৷

এক হাজারেরও বেশি প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে গত শুক্রবার জার্মানির বন শহরে শেষ হলো গ্লোবাল মিডিয়া ফোরাম৷ সমাপনী দিনে এক বিবৃতিতে ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমান বলেছেন, বিশ্বায়নের এই চরম বির্তকের সময়ে আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ ৷ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে৷

এবারের এই সম্মেলনে গুরুত্ব পেয়েছিল বিশ্বের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নানা অসুবিধার কথা৷ উঠে এসেছিল বিকল্প মিডিয়ার কথাও৷

গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণকারীদের সম্মানে বন শহরের শীর্ষ মেয়রের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো এবারের আয়োজন৷ আগামী আসর হবে ২০১০ সালের জুন মাসে৷

প্রতিবেদক: সাগর সারওয়ার, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ