1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছদ্মনামে আত্মজীবনী লিখেছিলেন হিটলার!

১৬ অক্টোবর ২০১৬

‘মাইন কাম্ফ' বইটি হিটালারের প্রথম আত্মজীবনী হিসেবে বহুল পরিচিত৷ তবে একজন ইতিহাসবিদ বলছেন, হিটলারের প্রথম আত্মজীবনী নিজেই লিখেছিলেন, তবে অন্য নামে৷ সেখানে নিজেকে নাকি জার্মানির ত্রাণকর্তা হিসেবে তুলে ধরেছিলেন তিনি৷

হিটলারের আত্মজীবনী মাইন কাম্ফ
ছবি: picture-alliance/dpa/D. Karmann

১৯২৩ সালে ‘অ্যাডলফ হিটলার: তার জীবন এবং কথা' বইটি প্রথম প্রকাশিত হয়৷ বইটিতে ভিক্টর ফন কোয়েরবের নামটি স্বাক্ষরিত ছিল৷ যদিও হিটলার নিজেই ছিলেন এই বইয়ের লেখক৷ এমনটাই বলছেন ইতিহাসবিদ টোমাস ভেবের৷ স্কটল্যান্ডের আবেরডিন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দাবি করছেন, তিনি এমন কিছু তথ্য-উপাত্ত পেয়েছেন যার ফলে এ বিষয়ে তিনি মোটামুটি নিশ্চিত৷ ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিনি বিষয়টি জানান৷

মাইন কাম্ফ প্রকাশিত হয়েছিল ১৯২৫ থেকে ১৯২৬-এর মাঝামাঝি সময়ে৷ বইটিকে হিটলারের প্রথম আত্মজীবনী বলে উল্লেখ করা হয়ে থাকে৷

টোমাস ভেবার বললেন, ‘‘হিটলার কীভাবে নাৎসি হলেন এ সম্পর্কে একটি বই লিখতে গিয়ে গবেষণা করছিলাম, তখনই বিষয়টি উদঘাটন করি৷'' ফন কোয়েবারের ব্যক্তিগত কাগজপত্র রাখা আছে য়োহানেসব্যুর্গে, সেখানে টোমাস বেশ কিছু স্বাক্ষর করা নথিপত্র পান, যা থেকে তিনি বুঝতে পারেন, আসলে ভিক্টর ফন কোয়েবার ঐ বইটি লিখেননি৷

অধ্যাপক টোমাস দাবি করেছেন, ‘‘কোয়েবারের হাতে লেখা কিছু কাগজপত্র পেয়েছি, যা থেকে খুব সহজেই প্রমাণ করা যাবে যে ঐ জীবনীটি হিটলার নিজে লিখেছিলেন৷''

টোমাসের মতে, আত্মপ্রচারের জন্য হিটলার কত যে কূট কৌশলের আশ্রয় নিয়েছিলেন, এ ঘটনা থেকেও তার কিছুটা নমুনা পাওয়া যায়৷ জার্মানির রক্ষণশীল সমাজে নিজের চিন্তাভাবনার বিস্ফোরণ ঘটাতে এই বইয়ের আশ্রয় নিয়েছিলেন তিনি, যেখানে নিজেকে তুলে ধরেছিলেন জার্মানির ত্রাণকর্তা হিসেবে৷ আত্মজীবনীটিতে হিটলারর কথা ও বক্তব্য তুলে ধরা হয়েছিল৷ যখন এটি প্রকাশ হয়, তখন হিটলার বুঝতে পারেন, নিজে যে এটা লিখেছেন সেটা না জানানোই ভালো এবং এ কারণে বইয়ে ভিক্টর ফন কোয়েরবেরকে স্বাক্ষর করতে বলেছিলেন তিনি৷

তবে অধ্যাপক টোমাস যেসব তথ্য-উপাত্ত পেয়েছেন তা এখনই সাংবাদিকদের কাছে প্রকাশ করতে চাননি, কেননা, নভেম্বরে ডাচ ভাষায় তিনি হিটলারকে নিয়ে যে বইটি প্রকাশ করতে চলেছেন তাতেই থাকবে সব তথ্য৷ বইটির নাম ‘হিটলার্স মেটামরফস'৷ আগামী বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় প্রকাশিত হবে বইটি৷

এপিবি/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ