1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছন্দ ফিরেছে ঢাকার শেয়ারবাজারে

৬ আগস্ট ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার প্রথম কার্যদিবসেই বাংলাদেশের শেয়ারবাজারের অবস্থার উন্নতি হয়েছে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে কয়েকজন মানুষ
শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার প্রথম কার্যদিবসেই বাংলাদেশের শেয়ারবাজারের অবস্থার উন্নতি হয়েছে ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

মঙ্গলবার (৬ আগস্ট) বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ৭৭ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪২৬ পয়েন্টে শেষ হয়েছে৷

একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৭৫ পয়েন্ট বা চার শতাংশ বেড়ে এক হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে৷ শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩২ পয়েন্ট বা দুই দশমিক ৮৬ শতাংশ বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্ট হয়েছে৷

শীর্ষস্থানীয় এক ব্রোকারেজ প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর বিনিয়োগকারীরা বাজারে সুশাসন ফেরার ব্যাপারে আশাবাদী৷ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ার কথাও জানান তিনি৷

বাজারের গুরুত্বপূর্ণ সূচক টার্নওভার ২৬২ শতাংশ বেড়ে ৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে৷ ৬ আগস্ট ৩২৮টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, কমেছে ৬০টির ও অপরিবর্তিত আছে নয়টির দাম৷

একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে৷ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৪৬৭ পয়েন্ট বা তিন শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৩৯৩ পয়েন্ট৷

তবে এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অফিসে আসেননি৷ আগামীকাল যে কমিশন সভা হওয়ার কথা রয়েছে, তাও স্থগিত করা হয়েছে৷

এসএইচ/জেডএইচ (ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ