1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবিতে অবাধ যৌনতা নিয়ে বিতর্ক

২৭ আগস্ট ২০১৩

বাথটাবে নগ্নদেহে শুয়ে আছে এক তরুণী৷ কামনার তীব্র বাসনা তাঁর দেহে৷ হাতে নিলেন একটি শসা৷ জার্মানিতে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত এক ছবিতে এরকমই বিভিন্ন দৃশ্য রয়েছে৷ ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন অসংখ্য দর্শক৷

ছবি: Peter Hartwig/Majestic

টেলিভিশন উপস্থাপক শার্লটে রুশ-এর একটি উপন্যাসের ভিত্তিতে তৈরি হয়েছে এই ছবি৷ পাঁচ বছর আগে তিনি লিখেছিলেন ‘ওয়েটল্যান্ডস' নামক যৌনকামনা উদ্রেককারী উপন্যাসটি৷ সে বছর জার্মানিতে এই বইয়ের দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হয়৷ শুধু জার্মান নয়, আটাশটি ভাষায় এটি অনুবাদও করা হয়েছে ইতোমধ্যে৷

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্লা ইয়ুরিছবি: Peter Hartwig/Majestic

রুশ-এর এই বিতর্কিত বইয়ের কাহিনি অবলম্বনে এবার তৈরি হয়েছে চলচ্চিত্র৷ গত সপ্তাহে জার্মানিতে মুক্তি পাওয়ার পরপরই ‘সিনেম্যাক্স চার্ট' এর তিন নম্বরে উঠে গেছে সেটি৷ পশ্চিমা চলচ্চিত্রে নগ্নতা তেমন কোন ব্যাপার না হলেও ‘ওয়েটল্যান্ডসে' নারীর যৌনজীবন সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে৷ প্রকাশ করা হয়েছে এক ভিন্ন স্বাধীনতার গল্প৷ যদিও বাড়াবাড়ি রকমের এই যৌনতাতে বিরক্ত কেউ কেউ৷ তারা গোটা উপন্যাসটি নিষিদ্ধ করারও পক্ষে৷

যৌনতার ছড়াছড়ি নিয়ে বিতর্ক থাকলেও এই ছবির মাধ্যমে এক তরুণীর একাকিত্বের গল্পও তুলে ধরেছেন রুশ৷ ছবির নায়িকা চাচ্ছিলেন তাঁর বাবা-মাকে আবারো এক করতে৷ ছোটবেলায় তাদের আলাদা হতে দেখেছেন তিনি৷ তাদের পুর্নমিলন দেখতে তাই হাসপাতালের বিছানায় দিনের পর দিন কাটিয়েছেন তরুণী৷ কিন্তু আশা পূরণ হয়নি৷

ছবির একটি দৃশ্যছবি: Peter Hartwig/Majestic

ওয়েটল্যান্ডস' পরিচালনা করেছেন ডাভিড ভ্নেট, আর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্লা ইয়ুরি৷ সপ্তাহান্তে অন্তত দু'লাখ দর্শক প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন বলে জানিয়েছে মিডিয়া গবেষণা সংস্থা জিএফকে৷

রুশ-এর কাহিনি নিয়ে নির্মিত এই ছবির আরো একটি দিক আছে৷ লেখিকার ভাষ্য অনুযায়ী, বইটির অন্তত সত্তর শতাংশ গল্প আত্মজীবনীমূলক৷ তার মানে রুপালি পর্দায় দর্শক যা দেখছেন, তা কিছুটা অতিরঞ্জিত হলেও পুরোপুরি কাল্পনিক নয়৷

উল্লেখ্য, ইংল্যান্ডে জন্ম নেওয়া শার্লটে রুশ গত বেশ কয়েক বছর ধরে জার্মানিতে বসবাস করছেন৷ ইংরেজি এবং জার্মান – দু'টো ভাষাই সমান জানেন তিনি৷ লেখালেখি ছাড়াও সংগীত এবং অভিনয়েও পারদর্শী রুশ৷

এআই / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ