সুন্দরবনে ট্যাংকার দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ছে তেল৷ ইতোমধ্যে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো তেল নিয়ন্ত্রণের আধুনিক উদ্যোগ নেয়া হয়নি৷ সুন্দরবনে তেল দুর্ঘটনার কিছু ব্যতিক্রমী ছবি নিয়ে প্রতিবেদন৷
বিজ্ঞাপন
সুন্দরবনে তেল অপসারণ নিয়ে নানারকম বক্তব্য পাওয়া যাচ্ছে৷ বাংলাদেশে সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, সাড়ে তিন লাখ লিটার ফার্নেস তেল সুন্দরবনের মধ্যে ছড়িয়ে পড়লেও এতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না৷ একজন সাংবাদিকও মন্তব্য করেছেন, সুন্দরবন ঘুরে হতাশ হয়েছেন তিনি কেননা সেখানে তিনি তিনটি কাঁকড়া, একটা ছাগল, একটা গরু, একটা মুরগি ছাড়া মৃত কোনো প্রাণী দেখেননি৷
তবে জাতিসংঘ, গ্রিনপিসসহ বিভিন্ন সংগঠন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে৷ বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানিয়েছে, তেল নিঃসরণের ফলে সংশ্লিষ্ট এলাকায় ডলফিন মরতে শুরু করেছে৷ গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঘটনাস্থল পরিদর্শনও করছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইন্সট্রাগ্রামে এই ঘটনার কিছু ব্যতিক্রমী ছবিও প্রকাশ করা হয়েছে৷ ইয়াহু ইন্ডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক প্রেম পানিকর টুইটারে পোস্ট করেছেন এই ছবি দু'টি:
তাঁর এই টুইটের সূত্র ধরেই পাওয়া গেলো এক আলোকচিত্রীর সন্ধান৷ আরতি কুমার রাও সুন্দরবনে তেল দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তুলেছেন বেশ কিছু ছবি৷ চলুন দেখা যাক, সেগুলোর কয়েকটি:
পরিবেশ আলোকচিত্রী আরতি ইন্সটাগ্রামেও এই বিষয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন৷ এদিকে, অভিযাত্রী এবং পরিবেশ আন্দোলনকারী মুনতাসির মামুন ডয়চে ভেলেকে জানিয়েছেন এক গুরুত্বপূর্ণ তথ্য৷ তিনি জানান, ১ লাখ লিটার তেল নিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজটা এখনও পানিতেই আছে৷ ফলে ছড়িয়ে পড়া তেলের পরিমাণ আরও বাড়ছে বলে মনে করেন মামুন৷ তাই জাহাজটাকে সবার আগে ডাঙ্গায় তোলা দরকার বলে মত তাঁর৷
এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ এভারেস্টজয়ী বাংলাদেশি ওয়াসফিয়া নাজরীন সুন্দরবনে তেল নিঃসরণ নিয়ে বেশ কিছু টুইট করেছেন৷ এই বিষয়ে দেশে, বিদেশে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি৷ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিনে এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেন ওয়াসফিয়া৷
প্রসঙ্গত, সুন্দরবনে তেল নিঃসরণের ঘটনার পর পুরনো কিংবা একই রকমের অন্য ঘটনার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে৷ এই নিয়ে হয়েছে সমালোচনা৷ তবে এসব ছবি শেয়ারকারীদের দাবি, প্রতীকী অর্থে এগুলো ব্যবহার করা হচ্ছে৷
সুন্দরবনের জীববৈচিত্র্য কি ধ্বংস হয়ে যাবে?
‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের অয়েল ট্যাংকারটির তলদেশ ফেটে যাওয়ায় ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল শেলা নদী থেকে পশুর নদী পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ এদিকে স্থানীয় পদ্ধতিতে এ যাবৎ সামান্য পরিমাণ তেল অপসারণ করা সম্ভব হয়েছে৷
ছবি: STR/AFP/Getty Images
শ্বাসমূলীয় বন ও পশুপাখির জীবন বিপন্ন
বিশেষজ্ঞদের ধারণা, সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির ঘটনায় স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতি হবে৷ এর ফলে সুন্দরবনের গাছপালা, মাছ ও পশুপাখির প্রাণ বিপন্ন হতে পারে৷ এছাড়া তেল সরানোর কার্যকর ব্যবস্থা না নেয়া গেলে দীর্ঘ মেয়াদে শ্বাসমূলীয় বন ও বনের পশুপাখির জীবনে বিপর্যয় বয়ে আসতে পারে৷ অথচ নৌমন্ত্রী শাহজাহান খান দাবি করেছেন যে, তেলের প্রভাবে সুন্দরবনের তেমন ক্ষতি হবে না৷
ছবি: STRDEL/AFP/Getty Images
যে দুটি কাজ করা উচিত ছিল
সুন্দরবনে জাহাজ ডুবে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি তেল নদীতে ছড়িয়ে পড়ার পর অন্তত দুটি কাজ দ্রুত করা উচিত ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ প্রথমত, নদীতে ফ্লোটিং বুমের সাহায্যে ভাসমান তেল যেন ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা করা৷ দ্বিতীয়ত, নিয়ন্ত্রণে আনা ভাসমান তেল তুলে নেওয়ার ব্যবস্থা করা৷
ছবি: STR/AFP/Getty Images
মন্ত্রণালয়ের নীতি লঙ্ঘন
সাম্প্রতিক কালে ফার্নেস তেল আমদানি অন্তত ২০ গুণ বেড়েছে বাংলাদেশে৷ এ সব বিপজ্জনক পদার্থকে বলা হয় ‘হ্যাজম্যাট’ (হ্যাজারডাস ম্যাটেরিয়াল বা ঝুঁকিপূর্ণ পদার্থ) এবং এর পরিবহনে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া সাধারণ রীতি৷ মন্ত্রণালয় এই রীতি লঙ্ঘন করেছে৷ কোনো দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পূর্বপ্রস্তুতি তাদের ছিল না৷
ছবি: DW/M, Mamun
জাহাজ চলাচলের অনুমোদন কেন
সুন্দরবনের ভেতর দিয়ে যান্ত্রিক যান চলা দেশের ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন৷ সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচলের অনুমোদন কেন দেওয়া হলো, সে বিষয়ে অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷
ছবি: DW/M, Mamun
ডলফিনের মৃত্যু
কয়েকজন বিশেষজ্ঞ দুর্ঘটনার পর সুন্দরবন এলাকা ঘুরে এসেছেন৷ তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী কাঁকড়া, কচ্ছপ, ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণী মরতে শুরু করেছে৷
ছবি: Ingrid Kvale
জেলেদের কর্ম বিপর্যয়
সুন্দরবনে শেলা নদীতে তেল ছড়িয়ে বিপর্যয়ের পর সেখানকার কয়েক হাজারেরও বেশি জেলে পরিবারের দিন কাটছে অলস৷ নদী ও খালে তেল ভেসে থাকায় এসব জেলেরা জাল পেতে মাছ শিকার করতে পারছেন না৷ এর ফলে তাঁদের সংসার চালাতে কিছুটা অসুবিধা হচ্ছে৷
ছবি: STRDEL/AFP/Getty Images
শেলা নদীতে ট্যাংকার দুর্ঘটনা
৯ ডিসেম্বর, মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারের ফার্নেল ওয়েলবাহী ট্যাংকার ডুবির পর, ছড়িয়ে পড়েছে তেল৷ সুন্দরবনের ৩৪ হাজার হেক্টর এলাকায় এরই মধ্যে তেল ছড়িয়ে পড়েছে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন৷