1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবিতে সুন্দরবনে তেল নিঃসরণ

১৮ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনে ট্যাংকার দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ছে তেল৷ ইতোমধ্যে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো তেল নিয়ন্ত্রণের আধুনিক উদ্যোগ নেয়া হয়নি৷ সুন্দরবনে তেল দুর্ঘটনার কিছু ব্যতিক্রমী ছবি নিয়ে প্রতিবেদন৷

Screenschot Twitter prempanicker
ছবি: Twitter/prempanicker

সুন্দরবনে তেল অপসারণ নিয়ে নানারকম বক্তব্য পাওয়া যাচ্ছে৷ বাংলাদেশে সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, সাড়ে তিন লাখ লিটার ফার্নেস তেল সুন্দরবনের মধ্যে ছড়িয়ে পড়লেও এতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না৷ একজন সাংবাদিকও মন্তব্য করেছেন, সুন্দরবন ঘুরে হতাশ হয়েছেন তিনি কেননা সেখানে তিনি তিনটি কাঁকড়া, একটা ছাগল, একটা গরু, একটা মুরগি ছাড়া মৃত কোনো প্রাণী দেখেননি৷

তবে জাতিসংঘ, গ্রিনপিসসহ বিভিন্ন সংগঠন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে৷ বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানিয়েছে, তেল নিঃসরণের ফলে সংশ্লিষ্ট এলাকায় ডলফিন মরতে শুরু করেছে৷ গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঘটনাস্থল পরিদর্শনও করছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইন্সট্রাগ্রামে এই ঘটনার কিছু ব্যতিক্রমী ছবিও প্রকাশ করা হয়েছে৷ ইয়াহু ইন্ডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক প্রেম পানিকর টুইটারে পোস্ট করেছেন এই ছবি দু'টি:

তাঁর এই টুইটের সূত্র ধরেই পাওয়া গেলো এক আলোকচিত্রীর সন্ধান৷ আরতি কুমার রাও সুন্দরবনে তেল দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তুলেছেন বেশ কিছু ছবি৷ চলুন দেখা যাক, সেগুলোর কয়েকটি:

পরিবেশ আলোকচিত্রী আরতি ইন্সটাগ্রামেও এই বিষয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন৷ এদিকে, অভিযাত্রী এবং পরিবেশ আন্দোলনকারী মুনতাসির মামুন ডয়চে ভেলেকে জানিয়েছেন এক গুরুত্বপূর্ণ তথ্য৷ তিনি জানান, ১ লাখ লিটার তেল নিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজটা এখনও পানিতেই আছে৷ ফলে ছড়িয়ে পড়া তেলের পরিমাণ আরও বাড়ছে বলে মনে করেন মামুন৷ তাই জাহাজটাকে সবার আগে ডাঙ্গায় তোলা দরকার বলে মত তাঁর৷

এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ এভারেস্টজয়ী বাংলাদেশি ওয়াসফিয়া নাজরীন সুন্দরবনে তেল নিঃসরণ নিয়ে বেশ কিছু টুইট করেছেন৷ এই বিষয়ে দেশে, বিদেশে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি৷ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিনে এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেন ওয়াসফিয়া৷

প্রসঙ্গত, সুন্দরবনে তেল নিঃসরণের ঘটনার পর পুরনো কিংবা একই রকমের অন্য ঘটনার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে৷ এই নিয়ে হয়েছে সমালোচনা৷ তবে এসব ছবি শেয়ারকারীদের দাবি, প্রতীকী অর্থে এগুলো ব্যবহার করা হচ্ছে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ