1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবির বাজারের ভবিষ্যৎ ইন্টারনেট

৫ সেপ্টেম্বর ২০১২

হলিউডের বড় বড় তারকার ছবি দেখতে সকলেই সিনেমা হলে যান৷ কিন্তু মাঝারি মানের ছবিগুলোকেও তো ব্যবসা করতে হবে৷ তাই ইন্টারনেটকে তারা প্রেক্ষাগৃহের ভবিষ্যত হিসেবে ধরছে৷ ভেনিস উৎসবে সেটাই বলা হচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

ব্লক বাস্টার ছবিগুলোর মূল ব্যবসা কিন্তু প্রেক্ষাগৃহের টিকেট৷ তবে হলিউডের বাইরেও অনেক ছবি আছে যেগুলো ভালো মানের, তবে অত বেশি বাজেটের নয়৷ সেগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে ইন্টারনেট হয়ে উঠবে একটি বড় সম্ভাবনা৷ ভেনিসে আগত চলচ্চিত্র বিশেষজ্ঞরা তেমনটিই বলছেন৷

বিশ্বের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ইটালির ভেনিস নগরীর এই উৎসব৷ যদিও অস্কার কিংবা কানের মত তেমন প্রচার পায় না এই উৎসব৷ তা সত্ত্বেও এই উৎসবে আসেন অনেক চলচ্চিত্র পরিচালক ও বিশেষজ্ঞ৷ তারাই এখন বলছেন, অনেক ছবি প্রেক্ষাগৃহে না ছেড়ে ইন্টারনেটে ছাড়লেই তো হয়৷ কারণ দিন দিন ইন্টারনেটে মানুষ বেশি করে মুভি দেখছে৷ আর সেগুলোর অধিকাংশই পাইরেটেড৷ এই ক্ষেত্রে তাদের জন্য নতুন একটি প্রস্তাব নিয়ে এসেছে ‘আই অন ফিল্মস'৷ ফরাসি এই নেটওয়ার্ক আগামী মাস থেকে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ‘ডেইলি মোশন'এর সঙ্গে মিলে কোনো মুভির প্রিভিউ বিনামূল্যে ইন্টারনেটে ছাড়বে৷ এরপর অল্প পয়সার বিনিময়ে সেই ছবি ইন্টারনেটে আবার দেখা যাবে৷ আই অন ফিল্মস'এর কর্মকর্তা নাওয়িদ সারেম বলেন, ইন্টারনেটেই ছবির দর্শকদের একটি প্লাটফর্ম তৈরি করা যায় এবং তাদের আরও বেশি করে আকৃষ্ট করা সম্ভব৷ ইতিমধ্যে তারা পরীক্ষামূলকভাবে ‘ফিয়ার অব ফলিং' নামে একটি ছবির প্রিভিউ ইন্টারনেটে বিনামূল্যে ছেড়েছিলেন৷ দেখা গেছে এক রাতেই সেটা ৫,৭০০ জন দেখেছে যাদের মধ্যে শতকরা ৭০ ভাগের বয়স ১৫ থেকে ৩৫ বছর৷ এই পরিসংখ্যান মাঝারি বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন আশা নিয়ে এসেছে৷

ভেনিস চলচ্চিত্র উৎসবছবি: picture-alliance/dpa

আরআই/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ