1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবি এঁকে বর্ণবাদের শিক্ষা

আনে আলমেলিং/জেডএইচ২৪ মার্চ ২০১৩

সারা বিশ্বে পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল উইকস এগেইনস্ট রেসিজম’৷ এ উপলক্ষ্যে জার্মানি জুড়ে প্রায় এক হাজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বন শহরে শিশুদের একটি ছবি আঁকা কেন্দ্রেও হয়েছে তেমন এক অনুষ্ঠান৷

ছবি: DW/A.Allmeling

‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড কাউন্সিল' বা এফআইবিবি নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বাচ্চারা একটি ছবি আঁকা প্রকল্পে অংশ নেয়৷ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মেশটিল্ড ক্লাইনে-সালগার তাঁর এক সহকর্মী মোনা খায়ের আল দিন'কে নিয়ে প্রথমে বাচ্চাদের একটি গল্প শোনান৷ তারপর তাদের গল্প অনুসারে ছবি আঁকতে বলা হয়৷

নাসরিনছবি: DW/A.Allmeling

গল্প শুনে আট বছরের নাসরিন একটি কাগজের টুকরায় বাবা মা ও দুই সন্তানের ছবি আঁকা শুরু করে৷ এরপর তাদের রাঙিয়ে তুলতে হবে৷ এজন্য যে রঙ পেন্সিল দেয়া আছে তাতে শুধু হালকা গোলাপি, হালকা বাদামি আর গাঢ় বাদামি রংয়েরই পেন্সিল রয়েছে৷

একটি সন্তানকে রাঙাতে নাসরিন প্রথমে গাঢ় রং বেছে নেয়৷ আর দ্বিতীয় সন্তানটিকে সে দেয় হালকা রং৷

প্রথমে জার্মান ভাষায় তারপর আরবিতে বাচ্চাদের গল্প শোনানো হয়৷ ডয়চে ভেলেকে সালগার বলেন, ‘‘আমাদের সমাজে এখন বহুভাষার লোক বসবাস করে৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে বাস করছে জার্মানিতে৷ আমরা চাই ঐসব দেশের শিশুরা তাদের পারিবারিক ভাষাটা ভালভাবে শিখুক৷ এতে করে দ্বিতীয় ভাষা হিসেবে জার্মান শেখার ভিতটাও শক্ত করা যাবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ