1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় হলো রিহানার

১ আগস্ট ২০১৩

তারকাদের সব কিছুরই খুব কদর৷ ক্ষেত্রবিশেষে বেশি কদর চেহারার৷ রিহানার ছবির যে খুব কদর তা জানে বলেই ব্যবহারও করেছিল ‘টপশপ’৷ অনুমতি না নেয়ায় মামলা করেছিলেন রিহানা৷ সে মামলা জেতায় এখন ক্ষতিপূরণও দাবি করতে পারবেন তিনি৷

Rihanna performs at the 55th annual Grammy Awards in Los Angeles, California, February 10, 2013. REUTERS/Mike Blake (UNITED STATES - Tags: ENTERTAINMENT) (GRAMMY-SHOW)
ছবি: Reuters

ব্রিটেনের ফ্যাশন চেইনশপ ‘টপশপ' স্বত্ব কিনেই টি-শার্টে ব্যবহার করেছিল রিহানার ছবি৷ কিন্তু কিনেছিল এক ফটোগ্রাফারের কাছ থেকে৷ সেই ফটোগ্রাফার ছবিটি তুলেছিলেন উত্তর আয়ারল্যান্ডে৷ বার্বাডোজে জন্ম নেয়া পপ গায়িকা রিহানার তখন সেখানে একটা মিউজিক ভিডিওর শুটিং করছিলেন৷ ব্রিটেনের আরেক চেইনশপ ‘রিভারআইল্যান্ড'-এর সঙ্গে চুক্তিবদ্ধ রিহানা আইনগতভাবে তাঁর ছবি কখনোই আরেক চেইনশপ ‘টপশপ'-কে ব্যবহার করতে দিতে পারেন না৷ তাঁর অজান্তেই হয়েচে ‘রিভার আইল্যান্ড'-এর সঙ্গে চুক্তির শর্তবিরোধী একটি কাজ৷ রিহানা সেটা মেনে নেননি৷ বিষয়টি জানার পরই গত জুলাইয়ে ‘টপশপ'-এর বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন৷ বুধবার সেই মামলার রায় পেয়েছেন ২৫ বছর বয়সি গায়িকা৷

রিহানাছবি: Reuters

এদিকে আদালতের রায় বিপক্ষে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ধনকুবের ফিলিপ গ্রিনের আর্কেডিয়া গ্রুপের চেইনশপ ‘টপশপ'৷ তাদের আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবা হচ্ছে৷ ‘টপশপ'-এর জন্য তবু আপাতত স্বস্তি, রিহানা মামলা করেছেন ঠিকই, এখনো ক্ষতিপূরণ দাবি করেননি৷ দাবি করার সময় অবশ্য এখনো আছে!

এসিবি / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ