1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়ের মৃত্যুর খবর জানালো আইএস

১১ ফেব্রুয়ারি ২০১৫

জঙ্গি গোষ্ঠী আইএস-এর কাছে জিম্মি অবস্থায় যুক্তরাষ্ট্রের এক তরুণী মারা গেছেন৷ মেয়েটির ছবি পাঠিয়ে তাঁর পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস৷ যুক্তরাষ্ট্র জানিয়েছে, হত্যার জন্য দায়ীদের অবশ্যই শায়েস্তা করা হবে৷

Kayla Jean Mueller SW
ছবি: The Daily Courier Handout

নিহত মেয়েটির নাম কায়লা জিন মুলার৷ ২৬ বছর বয়সি তরুণীটিকে সিরিয়ার আলেপ্পো থেকে ২০১৩ সালের সেপ্টেম্বরে বন্দি করে ইসলামিক স্টেট (আইএস)৷ প্রায় আড়াই বছর ইসলামি জঙ্গি সংগঠনটির কাছে বন্দি থাকলেও এর মধ্যে একবার তাঁর লেখা চিঠি পেয়েছে কায়লার পরিবার৷ চিঠিটি গোপনে লিখেছিলেন কায়লা৷ আইএস-এর কাছ থেকে মুক্তি পাওয়া এক বন্দি গোপনে সেই চিঠি নিয়ে এসে পৌঁছে দিয়েছিলে কায়লার পরিবারের কাছে৷ চিঠিতে এনজিও কর্মী জানিয়েছিলেন, জঙ্গিরা তাঁকে অন্ধকারে আটকে রেখে মৃত্যুর ভয় দেখালেও মানসিকভাবে তিনি শক্ত আছেন৷

কিন্তু কায়লার বাবা-মা অবশেষে জানতে পেরেছেন তাঁদের একমাত্র সন্তান আর বেঁচে নেই৷ আইএস তাঁদের চিঠি লিখে বিষয়টি নিশ্চিত করেছে৷ চিঠির সঙ্গে কায়লা জিন মুলারের নিথর মৃতদেহের ছবিও পাঠিয়ে দাবি করা হয়, সম্প্রতি জর্ডান তাদের এক পাইলটের হত্যার প্রতিশোধ নিতে যে আইএস-এর ওপর যে উপর্যুপরি বিমান হামলা শুরু করেছে সেই হামলাতেই প্রাণ গেছে কায়লার৷

কয়েকদিন আগেই জর্ডানের বৈমানিক আইমান মুয়াত আল-কাসেসবেহ-কে নৃশংসভাবে পুড়িয়ে মারার দৃশ্যের ভিডিও প্রচার করে আইএস৷ পাল্টা ব্যবস্থা নিতেও দেরি করেনি জর্ডান৷ আইমান মুয়াত আল-কাসেসবেহ-কে হত্যার ভিডিও প্রকাশিত হওয়ার পরই এক নারীসহ দুই জঙ্গিকে ফাঁসিতে ঝোলায় জর্ডান সরকার৷ শুরু হয় আইএস-এর বিরুদ্ধে আরো জোরালো বিমান হামলা৷ ইরাক ও সিরিয়ার বেশ বড় একটি অংশ দখল করে নেয়া আইএস বলছে, কায়লা জিন মুলার সেরকম এক বিমান হামলাতেই মারা গেছেন৷

যুক্তরাষ্ট্র অবশ্য আইএস-এর এই দাবি সম্পর্কে সন্দেহ পোষণ করেছে৷ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের এক এনজিও-র হয়ে কাজ করতে যাওয়া কায়লার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ হোয়াইট হাউস থেকে প্রচারিত এক বিবৃতিতে ওবামা বলেছেন, ‘‘যত সময়ই লাগুক, যুক্তরাষ্ট্র অবশ্যই কায়লার বন্দি এবং নিহত হওয়ার জন্য দায়ী সন্ত্রাসীদের খুঁজে বের করে সুবিচার করবে৷''

এসিবি/ডিজি (রয়টার্স,এএফপি,এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ