1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবি প্রযোজকদের মন্দা, টিভি চ্যানেলের সুদিন

৫ মে ২০১১

হলিউড ছবির বাজারে মন্দা যাচ্ছে, কমে যাচ্ছে প্রযোজকদের আয়৷ হলিউডের বড় দুটি প্রতিদ্বন্দ্বী প্রযোজক প্রতিষ্ঠান টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং ওয়ার্নার ব্রাদার্সের অবস্থা এরকম৷ তবে টিভি চ্যানেলগুলো এই সুযোগে ভালো কামিয়ে নিচ্ছে৷

টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স

বিগত ২০০৮ সালের শেষ দিকে অ্যাভাটার মুক্তির পর বড়সড় ব্যবসা করেছিল রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন এর প্রযোজক প্রতিষ্ঠান টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স৷ কিন্তু গত বছরের পর এই বছর আর তেমন কোন ছবি এখনও বক্স অফিসে বড় কোন নাড়া ফেলতে পারেনি৷ ফলে ব্যবসাও তেমন ভালো যাচ্ছে না তাদের৷ চলতি বছরের প্রথম তিন মাসে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের আয় ৬৩৯ মিলিয়ন ডলার, অথচ গত বছর এই সময় তাদের আয় ছিল ৮৩৯ মিলিয়ন, অর্থাৎ শতকরা ২১ ভাগ বেশি৷

অ্যাভাটার ছবির পর বড় ব্যবসা সফল ছবি এখনও তেমন আসেনিছবি: AP

একই অবস্থা টাইম ওয়ার্নার্স এর প্রযোজক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এর৷ গত বছর তাদের শার্লক হোমস এবং দ্য ব্লাইন্ড সাইড দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল৷ তবে এই বছর তাদের অবস্থা তেমন ভালো নয়৷ গত বছরের প্রথম এক চতুর্থাংশে তাদের আয় ছিল ৭২৫ মিলিয়ন ডলার, চলতি বছর তার শতকরা ১০ ভাগ কমে নেমেছে ৬৫৩ মিলিয়ন ডলার৷

তবে ছবির বাজারের এই মন্দা কিন্তু আবার টিভির বাজারে পৌষমাস এনে দিয়েছে৷ তেমন কোন নতুন ছবি না আসায় দর্শকরা এখন সিনেমা হলে না গিয়ে বাসাতেই টিভি দেখছে বেশি৷ আর সেই সুযোগ টিভি বিজ্ঞাপনেরও এখন রমরমা অবস্থা৷ আর টিভি সিরিজগুলোও আগের চেয়ে আয় করছে অনেক বেশি৷ নিউজ কর্পোরেশন এর সিনেমা বিভাগ আগের চেয়ে কম আয় করলেও টিভি বিভাগ আয় করেছে গত বছরের চেয়ে চারগুণ বেশি৷ একইভাবে টাইম ওয়ার্নারের আয়ও বেড়েছে তাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সিএনএন এবং এইচবিও-র সুবাদে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ