1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবি শেয়ারের সুবিধা চালু করছে টুইটার

৩ জুন ২০১১

১৪০ অক্ষরের মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চাইছে না টুইটার৷ এবার তাই ছবি শেয়ারের সুবিধা চালু হচ্ছে এই মাইক্রো ব্লগিং সাইটটিতে৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সুবিধা পৌঁছে যাবে টুইটার ব্যবহারকারীদের প্রোফাইলে৷

Symbolbild Fußball Twitter DW-Grafik: Olof POck Quelle Fotolia/DW-Montage
টুইটারছবি: Fotolia/DW-Montage

টুইটার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টলো বুধবার সংস্থাটির নতুন সেবার কথা ঘোষণা করেন৷ তিনি জানিয়েছেন, শুরুতে ব্যবহারকারীরা টুইটার ওয়েবসাইট থেকে ছবি শেয়ার করতে পারবে৷ পরবর্তীতে মুঠোফোন এপ্লিকেশনে এই সুবিধা যোগ করা হবে৷

টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে মুঠোফোন পিকচার-ম্যাসেজ ব্যবহার করে টুইটারে ছবি শেয়ার করতে পারে, সেই ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে৷ এজন্য বিভিন্ন টেলিকম সেবাদাতার সঙ্গে যোগাযোগ করছে টুইটার৷

এদিকে, এই সেবা দিতে ইতিমধ্যে ছবি শেয়ারের সাইট ফটোবাকেট-এর সঙ্গে জুটি বেধেঁছে টুইটার৷ ফটোবাকেটে বর্তমানে আট বিলিয়ন ছবি এবং ভিডিও রয়েছে৷ সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আশাবাদী যে, যৌথভাবে একটি সহজ এবং স্বজ্ঞাত ছবি শেয়ারের সুবিধা টুইটার ব্যবহারকারীদের দিতে পারব৷

টুইটারের এই সেবার শুরুতে খানিকটা বাধ্যবাধকতা রয়েছে৷ সেটি হচ্ছে, শুধু ছবি শেয়ারের সুযোগ থাকবে প্রথমে৷ ভিডিও শেয়ার করা যাবে না৷ তবে, টুইটার সার্চে টেক্সট এর পাশাপাশি ছবি এবং ভিডিও প্রদর্শন করা হবে৷ প্রথম দিকে এই ভিডিওর উৎস হবে ইউটিউব এবং ভিমিও৷

অনেকে বলে বসতে পারেন, টুইটারে আগে থেকেই ছবি শেয়ার করা যায়৷ কথা সত্য৷ তবে, এই সেবা দেয় তৃতীয় কোন পক্ষ, যেমন টুইটপিক কিংবা ওয়াইফ্রগ৷ টুইটারের নিজস্ব ব্যবস্থায় ছবি শেয়ারের নতুন প্রক্রিয়া হবে অনেক সহজ৷ বিশেষ করে একেবারে নবীন টুইটার ব্যবহারকারীরাও সহজে এই সুবিধা কাজে লাগাতে পারবে৷

টুইটার জানিয়েছে, ফেসবুক ছবি শেয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে নতুন এই সেবা চালু করছে না তারা৷ বরং টুইটারের লক্ষ্য হচ্ছে, তাৎক্ষণিক ছবি প্রকাশ৷ তাই, ফেসবুক ব্যবহারকারীদের মত টুইটার ব্যবহারকারীরা অ্যালবাম আকারে ছবি প্রকাশের সুযোগ পাবে না৷

উল্লেখ্য, ঠিক কতজন সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করে তার কোন সঠিক পরিসংখ্যান জানাতে নারাজ ডিক কস্টলো৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহার করেন এমন প্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশের টুইটার প্রোফাইল রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ