1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাতা নিজেই আবহাওয়া বার্তা দিবে!

৯ এপ্রিল ২০১৯

আবহাওয়ার পূর্বাভাস মিলবে ছাতা থেকেই, এমন এক স্মার্ট ছাতা নিয়ে তৈরি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে৷

BdTD  Paris Umbrella Sky Project von Patricia Cunha
ছবি: Reuters/B. Tessier

ঘর থেকে রৌদ্রজ্জ্বল দিন দেখে ছাতা ছাড়াই বেরিয়েছেন, কিছুক্ষণ পরই শুরু হল ভারী বর্ষণ৷ কিংবা ছাতা নিয়ে বের হয়েছেন কিন্তু সেটি বাসে ফেলে কিংবা কোথাও আড্ডা দিতে গিয়ে ফেলে এসেছেন৷ এই দুই সমস্যার সমাধানই দেবে স্মার্ট ছাতা৷ যার নাম উমব্রেলা৷ ফ্রান্সের প্যারিস ভিত্তিক ' নামের একটি কোম্পানি এটি তৈরি করেছে৷ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের ভিডিও অনুযায়ী ছাতাটির হাতলে একটি চিপ রয়েছে, যা স্মার্টফোনের অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে৷ যার মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে বৃষ্টি হবে কিনা সেটি ছাতাটি জানিয়ে দিতে পারবে৷ আবার কোথাও ছাতা ফেলে গেলে স্মার্টফোনের বার্তা পাঠিয়ে তা আপনাকে মনে করিয়ে দিবে৷

  স্মার্ট ছাতাটি নিয়ে ৫৭ সেকেন্ডের ভিডিও তৈরি করে টুইটারে দিয়েছে ম্যাশেবল৷ ৮ এপ্রিল টুইটের পর সেটি একদিনে সোয়া দুই লাখ বার দেখা হয়েছে৷

এফএস/জেডএইচ (ম্যাশেবল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ