1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে কলুষিত হচ্ছে রাজনীতি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৪ নভেম্বর ২০১৭

কিছু নেতা-কর্মীর ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়ানোর মতো অপরাধের কারণে ছাত্রলীগ আবারো সমালোচনার মুখে পড়েছে৷ তবে ছাত্রলীগ সভাপতি মনে করেন, এটা ব্যক্তির দায়৷ তবে বিশ্লেষকরা বলছেন, এটা কলুষিত রাজনীতির বহিঃপ্রকাশ৷

Bangladesch Sylhet
ছবি: bdnews24.com

সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন হাওলাদার স্থানীয় ৬  নারীকে ধর্ষণ করে সেইভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা প্রকাশ হওয়ার পর আরিফ হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে৷ কিন্তু পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ ছাত্রলীগ নেতার এই অপরাধের খবর সংবাদমাধ্যমে প্রকাশের আগে সে এলাকাতেই ছিল৷ উলটো যাঁরা তার অপরাধের শিকার হয়েছেন, তারাই সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েন৷ একজনের সংসার ভেঙেছে এবং দুই ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে৷

অন্যদিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের স্থানীয় চার নেতার বিরুদ্ধে৷ হত্যাকারীরা লাশ গুমেরও চেষ্টা করেছিল৷ লাশ উদ্ধার করা হলেও এখনো তরুণীর পরিচয় মেলেনি৷ গত ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে ওই তরুণীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ৷

অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ নভেম্বর চার ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে৷ বহিষ্কৃতরা হলো: পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান এবং উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মোহাম্মদ মাহমুদ৷

হাফিজুর রহমান

This browser does not support the audio element.

সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে আটক করেছে পুলিশ৷ তবে বাকিরা পলাতক৷ পুলিশ জানায়, তদন্তে ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার কথা জানা গেছে৷ আটক দু'জনকে জিজ্ঞাসাবাদে নিহত তরুণীর পরিচয় জানা যাবে বলে আশা করা হচ্ছে৷

এর আগে গত ১৭ জুলাই বরিশালের বানারীপাড়ায় এক অটোরিকশা চালককে আটকে রেখে তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা হয়৷ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারপর ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে৷

এর আগে এ বছরেরই ৮ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর কয়েকজন অনুসারীর বিরুদ্ধে৷ এ ঘটনার প্রতিবাদ করায় দুই সাংবাদিকের ওপর হামলা হয়৷ এরপর এ শাখার কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷

গত ৮ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান ও তার সহযোগীদের বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন৷

নূর খান

This browser does not support the audio element.

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শামীম ও তাঁর কয়েক সহযোগী দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন৷ তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হল দখল করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে চাঁদাবাজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়৷ আরো দাবি করা হয়, ছাত্রলীগের ওই নেতারা বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশত শিক্ষার্থীকে নানা সময়ে পিটিয়ে আহত করেছেন৷

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ধর্ষণ, হত্যার মতো অপরাধ ছাড়াও রুম দখল, টেন্ডার বাণিজ্য, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে ছাত্র লীগের নেতা-কর্মীদের একাংশ৷

গত ১৭ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের সংঘর্ষে খালেদ আহমদ লিটু নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান৷

১৩ জুলাই ছাত্রলীগের হোসেইন ও টিটু গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ভাঙচুর চালায় ছাত্রলীগ কর্মীরা৷ ফলে ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়৷

১২ এবং ১৩ জুলাই চট্টগ্রাম কলেজে মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় প্রকাশ্যে গোলাগুলি হয়৷ অস্ত্রধারী যুবকের ছবি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে৷

গত ১৬ জুলাই টেন্ডার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক, দুই সাংগঠনিক সম্পাদক ও উপ-প্রচার সম্পাদকের অনুসারীদের সংঘর্ষ হয়৷

১৮ জুলাই হলের আসন বরাদ্দ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস ভাঙচুরের ঘটনা ঘটে৷

৩০ জুন নেত্রকোনার আটপাড়া উপজেলায় ছাত্রলীগ নেতা তোফাজ্জলের দাবি করা ৫ লাখ টাকা দিতে না পারায় স্থানীয় কৃষক মুশতাককে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ ওঠে৷

১৪ জুন টেন্ডার দখলকে কেন্দ্র করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে মারমারি হয়৷

২২ ফেব্রুয়ারি টেন্ডার নিয়ে চট্টগ্রাম নগর ভবনে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত মারা যান৷

সাইফুর রহমান সোহাগ

This browser does not support the audio element.

গত বছরও ছাত্রলীগ নেতা-কর্মীদের কিছু অপরাধ সারা দেশে আলোচনার ঝড় তুলেছিল৷ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে গত বছরের ৩ অক্টোবরে কুপিয়ে হত্যার চেষ্টা করে ছাত্রলীগ নেতা বদরুল আলম৷ ঘটনার সময় বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন৷ ঐ ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়৷ মামলার রায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে৷

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ অবশ্য ছাত্র লীগের নানা পর্যায়ের নেতাকর্মীদের এমন সব অপরাধকর্মের দায় নিতে রাজি নন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ছাত্রলীগ কোনো অপরাধীকে ছাড় দেয় না৷ যখনই নজরে আসে, তখনই ব্যবস্থা নেয়া হয়৷ ছাত্রলীগের এক কোটি নেতা-কর্মী, তাঁদের দু-একজন কোনো অপরাধ করলেই বড় করে দেখানো হয়৷ কিন্তু অন্যদিকে নজর দেয়া হয় না৷ সমাজে যা ঘটছে তার বাইরে কিছু হচ্ছে না৷''

তিনি দাবি করেন, ‘‘ছয় নারীর ঘটনাটি অনৈতিক সম্পর্কের৷ কিন্তু সংবাদমাধ্যমে বলা হচ্ছে তাদের ধর্ষণ করা হয়েছে৷''

তিনি আরো বলেন, ‘‘ছাত্রলীগের নেতা নির্বাচন করার আগে তাদের ব্যাকগ্রাউন্ড দেখা হয়৷ তারপরও কেউ অপরাধে জড়িয়ে পড়লে তাকে শাস্তি দেয়া হয়৷'' এই অপরাধের সঙ্গে ক্ষমতার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ছাত্র লীগের কিছু নেতা-কর্মীর অপরাধপ্রবণতা সম্পর্কে বলেন, ‘‘রাজনৈতিক ক্ষমতার জোরে টেন্ডারবাজি, চাঁদাবাজি হচ্ছে৷ তবে ধর্ষণের মতো ঘটনায় দলকে দায়ী করা ঠিক হবে না৷ ব্যক্তিগতভাবে কেউ দলীয় ক্ষমতা ব্যবহার করতে পারেন৷ এটা তার ব্যক্তিগত বিকৃতি৷''

আর আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নূর খান ডয়চে ভেলেক বলেন, ‘‘এখন রাজনীতিতে যে অনৈতিকতার অনুপ্রবেশ ঘটেছে, এগুলো তারই প্রকাশ৷ দল থেকে বহিস্কার করলেই এগুলো দূর হবে না৷ রাজনীতিতে নৈতিকতা এবং সততা ফিরিয়ে আনতে হবে৷''

প্রতিবেদনটি সম্পর্কে আপনার মন্তব্য জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ