1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছাত্রলীগের নেতৃত্ব কাউকে মারধরের নির্দেশ দেয়নি'

১০ জুন ২০২২

ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ দাবি করেছেন, ছাত্রলীগের পক্ষ থেকে কাউকে মারধরের কোনো নির্দেশনা দেয়া হয়নি৷ ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ কেউ হামলা বা আঘাত করতে পারেন৷

Khaled Muhiuddin Asks 111
ছবি: DW

ডয়চে ভেলের সাপ্তাহিক টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷ সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ কয়েকজনের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘‘এর আগে পেট্রোল বোমা হামলার সময় আমরা দেখেছি জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা করতে৷''

আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কলুষিত করতে এমন অভিযোগ করা হয় বলে দাবি তার৷

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর সম্প্রতি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলার বিষয়ে তিনি বলেন, ‘‘যখন পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শ্লোগান দেয়া হয়, তখন কেউ কেউ সংক্ষুব্ধ হতেই পারে৷ তখন সেটা নিয়ন্ত্রণ করা কঠিন৷''

অনুষ্ঠানে আরো ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর৷ তিনি অভিযোগ করেন, কোন ঘটনা ঘটলে, হামলা করা হলে শুধু ছাত্রলীগ নয়, বর্তমান সরকারের নেতৃবৃন্দরাও অস্বীকার করেন৷ তিনি বলেন, ‘‘এমন ঘটনার বিচার তো দূরের কথা, ছাত্রলীগের এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হয়৷''

সীতাকুণ্ডে সাকিসহ অন্যরা হাসপাতালের কাজ ব্যাহত করছিলেন এমন অভিযোগের জবাবে তিনি বলেন, যদি কেউ কোথাও নিয়মভঙ্গ করে, তাহলে তার জন্য কর্তৃপক্ষ রয়েছে৷

‘‘ছাত্রলীগকে কেউ দায়িত্ব দেয় নাই, কারো ওপর হামলা করার,'' বলেন নূর৷

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মীদের অনুদান ও শুভাকাঙ্খীদের অনুদান দিয়ে তার দল চলে৷ অভিযোগ করেন, ডিবিসহ সরকার প্রতিষ্ঠানগুলোর হস্তক্ষেপের কারণে মানুষ অর্থ দিতে ভয় পায়৷

‘‘যারা আমাদের সহযোগিতা করবে, তা করতে তারা ভয় পায়৷ সরকার মানুষের হোয়াটসঅ্যাপ মেসেজসহ বেডরুম পর্যন্ত অ্যাকসেস আছে,'' বলেন তিনি৷ 

ভিন্নমতের ওপর আওয়ামী লীগ ও বিএনপি কোন দলেরই সহনশীলতা নেই, বলে মন্তব্য করেন তিনি৷

এআই/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ