ছাদের উপর ধান চাষ30.09.2013৩০ সেপ্টেম্বর ২০১৩ছাদের উপর ধান চাষের বিষয়টি বেখাপ্পা মনে হলেও কাজটি সফলভাবে করে দেখিয়েছেন যশোরের রফিকুল ইসলাম৷ দোতলা একটি বাড়ির ছাদে দেড় শতকের মতো জায়গায় তিনি করেছেন ধান চাষ৷ ছাদে বাগান করা শখ তাঁর৷লিংক কপিবিজ্ঞাপন