1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছিঁড়ে জোড়া দেওয়া ছবি

সুসানে ডাউস/এসি৫ জুন ২০১৫

স্ট্রিট আর্টের আদিযুগের পথিকৃৎ জাক ভিলেগ্লে-র বয়স আজ নব্বই৷ রাস্তাঘাটের পোস্টার ছিঁড়ে সেগুলিকে শিল্পে পরিণত করতেন৷ তাঁর এই ‘ডি-কোলাজ' বা পোস্টার ছেঁড়ার উদ্দেশ্য ছিল পুরোপুরি শৈল্পিক, নান্দনিক৷

UrbanArt Biennale 2015 in der Völklinger Hütte
ছবি: picture-alliance/dpa/Dietze

স্ট্রিট আর্টের এক পথিকৃৎ চলেছেন প্যারিসের পথ ধরে: ৮৯ বছর বয়সের জাক ভিলেগ্লে৷ তাঁর এলাকার গ্র্যাফিটি শিল্পীদের কাজ দেখে তিনি খুব খুশি৷ বেশ কয়েক দশক আগে ভিলেগ্লে ঠিক এ ভাবেই আর্ট সৃষ্টি করতেন – তবে একটু অন্যভাবে৷ তাঁর মাধ্যম ছিল সাধারণ বিজ্ঞাপনের পোস্টার৷ ভিলেগ্লে জানালেন, ‘‘রাস্তার হোর্ডিং-এর পোস্টার ছেঁড়া এক ধরনের মুক্তি, কেননা বিজ্ঞাপনের পোস্টার আমাদের কোনো না কোনো পণ্য বিক্রি করতে চায়; রাজনৈতিক প্রচারণা চায় আমাদের জ্ঞানগর্ভ কথা শোনাতে৷ কাজেই তাদের এই সব বার্তা ছিঁড়ে ফেলাটা নৈরাজ্যের এক শৈল্পিক প্রতীক৷''

সে আমলে তরুণ ভিলেগ্লে বারংবার দেয়াল থেকে বিজ্ঞাপনের পোস্টার ছিঁড়ে ফেলতেন, তারপর সেগুলোকে তাঁর স্টুডিওয় নিয়ে গিয়ে শিল্পকলা হিসেবে বাঁধিয়ে রাখতেন৷ এ নিয়ে পুলিশ তাঁকে জেরা করেছে, কিন্তু কখনো গ্রেপ্তার করেনি৷ যদিও তখন অনেকেই বুঝতে পারেননি, ভিলেগ্লে-র এই কর্মসূচির উদ্দেশ্য বা তাৎপর্য কী৷

স্ট্রিট আর্টছবি: picture-alliance/dpa/Dietze

নাগরিক চেতনা

আজ জাক ভিলেগ্লে ও তাঁর দুই ফরাসি বন্ধু তথা শিল্পী রেমঁ অ্যাঁস ও ফ্রঁসোয়া দুফ্রেন-এর শিল্পকর্ম বিশ্বের সবচেয়ে নামকরা সংগ্রহশালাগুলিতে প্রদর্শিত – কেননা এই ছবিগুলি যৌথ নাগরিক চেতনার প্রতিফলন বলে গণ্য হয়৷ বর্তমানে ফ্রাংকফুর্টের শিয়র্ন কুনস্টহালে-তে তাঁদের ছবিগুলি একটি সুবিশাল প্রদর্শনীতে দেখানো হচ্ছে৷ ‘মহানগরীর কাব্য' প্রদর্শনীর উদ্যোক্তা এস্টার শ্লিশ্ট বলেন, ‘‘জাক ভিলেগ্লে তাঁর ছেঁড়া প্রতিটি পোস্টারে সংগ্রহের স্থান-তারিখ লিপিবদ্ধ করেছেন – তিনি যেন তাঁর পোস্টার আর্টের মাধ্যমে শহরের একটা মানচিত্র সৃষ্টি করার চেষ্টা করছিলেন৷''

পোস্টার ছেঁড়াকে বলা হয় ‘ডি-কোলাজ', অর্থাৎ ‘কোলাজ'-এর উলটো৷ ফ্রান্স ছাড়া অন্যান্য দেশেও ডি-কোলাজ-এর কাজ হয়েছে, যেমন ইটালির শিল্পী মিমো রোতেলা তাঁর ছেঁড়া পোস্টারগুলো দিয়ে রোম শহরের রঙিন পণ্যজগতকে ধরে রেখেছেন৷

জার্মানির ভল্ফ ফস্টেল পোস্টার ছেঁড়ার কাজ করেছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে৷ সে তুলনায় জাক ভিলেগ্লে-র দৃষ্টি ও উদ্দেশ্য ছিল পূর্ণভাবে নান্দনিক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ