1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটির পর বন্ধ যোগাযোগ, দেশজুড়ে সেনা মোতায়েন

২৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণার পরদিন দেশজুড়ে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার৷

ফাইল ফটোছবি: DW/S. Hossain

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সব গণপরিবহন ‘লকডাউন করার' সিদ্ধান্তের কথা জানান বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

ট্রাক, কভার্ডভ্যান, ঔষুধ, জরুরি সেবা, জ্বালানি ও পচনশীল পণ্য পরিবহণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে৷ তবে পণ্যবাহী কোনো যানে যাত্রী পরিবহন করা যাবে না৷ 

এদিকে, মঙ্গলবার বিকাল থেকেই যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ৷

সর্বশেষ এদিন স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ রেলওয়ে, মঙ্গলবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়৷

যদিও মঙ্গলবার সকাল থেকেই মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে

বাংলাদেশে সোমবার পর্যন্ত ৩৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর প্রকাশ পেয়েছে৷ মারা গেছেন তিন জন, সুস্থ হয়ে উঠেছেন পাঁচ জন৷

বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া কভিড-১৯ রোগ দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পড়া রোধে সোমবার সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে পাঁচ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়৷ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে এবং মাঝে সাপ্তাহিক ছুটি থাকায় ৪ এপ্রিল পর্যন্ত মোট ছুটি ১০ দিন৷

হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় নয়৷ খোলা থাকবে ব্যাংক৷

সরকার এই ১০ দিন জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সাহায্যে দেশজুড়ে মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী মাঠে নামতে শুরু করেছে বলেও জানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

সরকার সাধারণ ছুটি ঘোষণার পর গণপরিবহনের টিকিট কাউন্টারগুলোতে মানুষের অস্বাভাবিক ভিড় দেখা যায়৷

চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে একের পর এক দেশ লকডাউনে চলে যাচ্ছে৷ এ সময়ে সরকারি নির্দেশ অমান্যকারীদের জেল-জরিমানাসহ নানা শাস্তি দেয়া হচ্ছে৷

উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ সরকারও কভিড-১৯ কে সংক্রামক ব্যাধির তালিকায় যুক্ত করে ২৩ মার্চ গেজেট প্রকাশ করে৷ ফলে এখন যদি কেউ ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অমান্য করে তবে আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে৷

এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ