ছুটির মরশুমে অ্যামেরিকায় বিমানযাত্রীদের ফ্রি ইন্টারনেট সুবিধা দিচ্ছে গুগল
৯ নভেম্বর ২০১০বিশ্বের শীর্ষস্থানীয় ওয়েব সার্চ কোম্পানি গুগল ঘোষণা করেছে, এই ছুটির মরশুমে দেড় কোটি বিমানযাত্রী ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাবেন৷ অ্যামেরিকায় ডেল্টা, ভার্জিন অ্যামেরিকা এবং এয়ার ট্রান বিমান কোম্পানির সব কটি অভ্যন্তরীণ ফ্লাইটে গুগল বিনামূল্যে হাইস্পিড ইন্টারনেট সংযোগ সরবরাহ করছে৷ এই এয়ারলাইনসগুলো সম্প্রতি তাদের বিমানগুলোতে ইনফ্লাইট ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বসিয়েছে৷
খরচের কথা চিন্তা করে সাধারণত ফ্লাইটগুলোতে খুব কমই ওয়াই-ফাই এর সুবিধা রয়েছে৷ যাত্রীরা, যারা কিনা ইতোমধ্যেই স্টার বাকস'এর মতো কফি হাউসেও বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন, তারা আর ফ্লাইটে এরজন্য বাড়তি টাকা খরচ করতে চাননা৷ কেননা বিমানে একটা নির্দিষ্ট সময়েই যাত্রীরা ল্যাপটপ বা অন্যান্য ইলেট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন৷
গত বছর গুগল যুক্তরাষ্ট্রের পঞ্চাশটিরও বেশি বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই দিয়েছিলো৷ এই বছর গুগলের ক্রোম ব্রাউজার এই উপহারের ব্যয় বহন করবে৷ আর এ মাসের ২০ তারিখ থেকে আগামী জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত এয়ার ট্রান, ডেল্টা এবং ভার্জিন অ্যামেরিকার সব অভ্যন্তরীণ ফ্লাইট এই সুবিধা পাবে৷ বিশেষজ্ঞরা বলছেন, গুগলের মতো স্পন্সরের সংখ্যা বাড়ানোর মধ্য দিয়ে যাত্রীদের বেশি করে ইনফ্লাইট ওয়াই-ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করা যাবে৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন