সাধারণ ছুটি আরো দশ দিন বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ এমন তথ্য জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘আগামী ১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে৷ এ সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে রোববার বা সোমবার ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে৷’’
এই ছুটির সময় নতুন কোনো নির্দেশনা থাকবে কি না, তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা৷
কয়েক দফা বাড়ানোর পর এখন সাধারণ ছুটি রয়েছে ৫ মে পর্যন্ত৷
এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ঢাকায় সামাজিক দূরত্ব কতদূর?
করোনার সময়ে বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার নানা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে৷ পুলিশও মাঝেমধ্যে তৎপরতা দেখাচ্ছে৷ কিন্তু বাস্তবে তা কতটুকু সফল হচ্ছে, দেখুন এই ছবিঘরে৷
ছবি: DW/H.U.R. Swapan
১.কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধ
সকালবেলায় এই বাজারে শত শত মানুষের উপস্থিতির ছবি প্রকাশ হওয়ার পর সেখানে এখন খুচরা বিক্রি বন্ধ আছে৷ ঐ বাজারের অন্তত সাত ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন৷
ছবি: DW/H.U.R. Swapan
২. কাজ হচ্ছে না
খুচরা বেচাকেনা বন্ধ হয়ে গেলেও কারওয়ান বাজারে আগের মতোই মানুষের ভিড় দেখা যাচ্ছে৷
ছবি: DW/H.U.R. Swapan
৩. রাস্তার পাশে বাজার
তেজগাঁওসহ আরো অনেক এলাকায় রাস্তার পাশে খুচরা কেনাবেচার বাজার বসানো হয়েছে৷ উদ্দেশ্য- সামাজিক দূরত্ব বজায় রাখা৷
ছবি: DW/H.U.R. Swapan
৪. কতটা কার্যকর?
কিন্তু শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব আর বজায় থাকেনি৷ ক্রেতা, বিক্রেতারা প্রায়ই করোনার কথা ভুলে যাচ্ছেন৷
ছবি: DW/H.U.R. Swapan
৫. দাগ কেটে সামাজিক দূরত্ব
বৃহস্পতিবার কলাবাগানে টিসিবি যেখানে চাল বিক্রি করছে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দাগ কেটে দেয়া হয়৷
ছবি: DW/H.U.R. Swapan
৬. শেষ পর্যন্ত যা হয়
চালের লাইনে মাঝে বা শেষের দিকে সেই দূরত্ব আর থাকে না৷ সবাই গা ঘেঁষে দাঁড়ান৷
ছবি: DW/H.U.R. Swapan
৭. পুলিশের উপস্থিতি
সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে কিনা, তা দেখতে মাঝেমধ্যে পুলিশ উপস্থিত হয়৷ কিন্তু তাতেও কি কাজ হচ্ছে?
ছবি: DW/H.U.R. Swapan
৮. চেষ্টা আছে
অনেক জায়গায় ত্রাণ দেয়ার সময় সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টা চলছে৷ তারা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন৷
ছবি: DW/H.U.R. Swapan
৯. করোনা পরীক্ষা
এসব জায়গায় ত্রাণের লাইন তৈরির পর শরীরের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে৷
ছবি: DW/H.U.R. Swapan
১০. ব্যাংক
ব্যাংকের লাইনে সামাজিক দূরত্ব রাখার চেষ্টা করা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত কি তা বজায় রাখা যায়?
ছবি: DW/H.U.R. Swapan
১১. ওষুধের দোকানে ব্যর্থ চেষ্টা!
ওষুধের দোকানে বৃত্ত এঁকে দেয়া থাকলেও অনেককে তা মানতে দেখা যায় না৷ সবাই ওষুধ কিনতে যেন হুমড়ি খেয়ে পড়েন৷
ছবি: DW/H.U.R. Swapan
১২. পাড়ার দোকান
পাড়ার দোকানে কোথাও কোথাও সামজিক দূরত্ব মানার চেষ্টা করা হয়৷ ওষুষের দোকানের গেট আটকে রাখা হয়৷ দোকানে দড়ি দিয়ে সৃষ্টি করা হয় দূরত্ব৷
ছবি: DW/H.U.R. Swapan
১৩. গলির আড্ডা চলছে
পাড়ার হোমড়া-চোমড়াদের কাছে করোনা যেন কোনো ব্যাপারই নয়! তারা রাস্তার মধ্যেই আড্ডা আর দেন-দরবার নিয়ে বসেন৷
ছবি: DW/H.U.R. Swapan
১৪. আন্দোলনে সচেতনতা!
অটোরিকশা চালকদের করোনায় আর্থিক সহায়তার দাবিতে এই মানববন্ধনে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা দেখা যায়৷
ছবি: DW/H.U.R.Swapan
১৫. সড়কে যানবাহন বাড়ছে
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও সড়কে বাড়ছে যানবাহন৷ ঘরে থাকার আহ্বান মানতে চান না কেউ কেউ৷
ছবি: DW/H.U.R.Swapan
১৬. কে থামাবে এদের!
বৃহস্পতিবার মহাখালী এলাকার দৃশ্য এটি, যা দেখে মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা কতটা সম্ভব?