1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটির মৌসুমে জার্মানির লকডাউনে কিছু ছাড়

২৬ নভেম্বর ২০২০

বুধবার জার্মানির ফেডারেল ও রাজ্য স্তরের শীর্ষ নেতারা লকডাউনের মেয়াদ বাড়ালেও বড়দিন ও নববর্ষ উৎসবের সময় কিছু ছাড় দেবার সিদ্ধান্ত নিয়েছেন৷ চ্যান্সেলর ম্যার্কেল সম্মিলিত উদ্যোগের ডাক দিয়েছেন৷

আঙ্গেলা ম্যার্কেল
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: Odd Andersen/AFP/POOL//picture alliance

জার্মানির আংশিক লকডাউনের মেয়াদ আপাতত ২০শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো৷ সেইসঙ্গে বড়দিন ও নববর্ষ উৎসব পালনের জন্য ২৩শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিলেন দেশের শীর্ষ নেতারা৷ বুধবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রায় সাত ঘণ্টার ভিডিও কনফারেন্সের পর এই ঘোষণা করা হলো৷

ম্যার্কেল বলেন, প্রায় তিন সপ্তাহ ধরে বর্তমান ‘লকডাউন লাইট’ নামে পরিচিত বিধিনিয়মের ফলে করোনা ভাইরাস সংক্রমণের গতি কিছুটা কমানো গেছে বটে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে আরও সময়ের প্রয়োজন৷ দৈনিক সংক্রমণের হার অপ্রত্যাশিতভাবে কমে গেলে ম্যার্কেল কড়াকড়ি শিথিল করার আশ্বাস দেন৷ তাঁর মতে, সংক্রমণের হার কমাতে সবাই মিলে বিশাল উদ্যোগ নিতে হবে৷ প্রত্যেক মানুষকে সে ক্ষেত্রে অবদান রাখতে হবে৷

‘লকডাউন লাইট’ বিধিনিয়মের আওতায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকছে৷ খেলাধুলা ও মনোরঞ্জনের অনুষ্ঠানেরও অনুমতি নেই৷ তবে স্কুল ও কিন্ডারগার্টেন খোলা থাকছে৷ ১লা ডিসেম্বর থেকে সেইসঙ্গে নতুন কিছু নিয়ম যোগ হচ্ছে৷ এর আওতায় দুটি পরিবার বা সংসারের পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ হবে৷ তবে ১৪ বছর পর্যন্ত বয়সি শিশু-কিশোরদের হিসেবে ধরা হবে না৷ দোকান-বাজার ছাড়াও গাড়ি পার্কিং-এর জায়গায়ও নাক ও মুখ ঢাকতে মাস্ক বা অন্য কোনো আবরণ বাধ্যতামূলক হবে৷

স্কুলে করোনা সংক্রমণ দেখা দিলে কী করা উচিত, সে বিষয়ে এতকাল মতপার্থক্য বজায় ছিল৷ এবার নতুন ঐকমত্যের আওতায় স্কুলের কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে সাবধানতা অবলম্বন করতে গোটা ক্লাস পাঁচ দিনের জন্য কোয়েরেন্টাইনে চলে যাবে৷ তারপর পরীক্ষায় করোনা ধরা না পড়লে আবার স্কুলে যাবার অনুমতি দেওয়া হবে৷ ফেডারেল স্তরে দেশজুড়ে এই সব বিধিনিয়ম সত্ত্বেও পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকারগুলি কড়াকড়ি আরও বাড়াতে অথবা শিথিল করতে পারবে৷ পরিস্থিতির সার্বিক অবনতি ঘটলে যাবতীয় সিদ্ধান্ত বদলানো হতে পারে৷

বড়দিন ও নববর্ষ উৎসবের সময়ে মানুষের সমাবেশ পুরোপুরি এড়ানো বাস্তবসম্মত হবে না, এই যুক্তিতে রাজ্য ও ফেডারেল স্তরের নেতারা এক আপস মীমাংসা করেছেন৷ এই সময়ে নিঃশর্তে সর্বোচ্চ ১০ জন মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে৷ আতসবাজি পোড়ানোর ক্ষেত্রে সীমিত কিছু নিষেধাজ্ঞার পাশাপাশি মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের আবেদন জানানো হয়েছে৷

বৃহস্পতিবার ম্যার্কেল জার্মান সংসদের নিম্ন কক্ষে করোনা ভাইরাসের মোকাবিলায় সর্বশেষ সিদ্ধান্তগুলি সম্পর্কে বক্তব্য রাখছেন৷ তারপর বিতর্কের জন্য দেড় ঘণ্টা সময় রাখা হয়েছে৷ উল্লেখ্য, জার্মান সংসদ এমন সব বিধিনিয়মের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরও শামিল করার ডাক দিয়ে আসছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ