1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটি বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

৩১ মার্চ ২০২০

বাংলাদেশে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে৷ ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপকালে এমন আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

Bangladesh Wahl  Sheikh Hasina
ফাইল ছবিছবি: PID

বাংলাদেশে সরকারঘোষিত সাধারণ ছুটি আরো পাঁচদিন বাড়ানো হতে পারে৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিতে গিয়ে বলেন, ‘‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরও কয়েকদিন একটু বাড়াতে হতে পারে৷ কারণ যারা অনেকে গ্রামে চলে গেছেন, সেখানে কোনো রকম আবার এই রোগের প্রার্দুভাব দেখা না দেয়, সেই সময়টা হিসেব করে৷ আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম৷ এটা ১৪ দিন পর্যন্ত হতে পারে৷''

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে গত ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার৷ বন্ধ করা হয়েছে সব ধরণের যোগাযোগও৷ এই সময়ে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে প্রধানমন্ত্রী আপাতত ৯ মার্চ পর্যন্ত বাড়ানোর পক্ষে মত দিয়েছেন৷ ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘‘আমাদের ২৬ মার্চ থেকে ছুটি ছিল৷ কোয়ারান্টিন (১৪ দিনের) কত তারিখ পর্যন্ত হবে? ৯ তারিখ পর্যন্ত৷ তাহলে বোধহয় আমাদের এই ছুটিটা সীমিত আকারে বাড়াতে হবে৷''

সেই সঙ্গে সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালুর কথাও জানান শেখ হাসিনা৷ ‘‘যোগাযোগ ব্যবস্থাটা চালু করার জন্য সেখানে আমরা চিন্তাভাবনা করেই করব, কোনো কোনো ক্ষেত্রে আমরা সেখানে ছাড় দেব'', বলেন তিনি৷

নববর্ষের আয়োজন বন্ধ

প্রধানমন্ত্রী দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন বন্ধ রাখার পক্ষেও মত দেন৷ তিনি বলেন, ‘‘নববর্ষের অনুষ্ঠান আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতেই আপনারা করতে পারেন৷ সেখানে সবাই যথাযথ আকারে করুন৷ কিন্তু বিশাল জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে৷ এটা আমার বিশেষ অনুরোধ৷’’

ইংরেজি পঞ্জিকা অনুযায়ী ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন বাংলা বছর ১৪২৬৷ নববর্ষকে ঘিরে ঢাকাসহ সারাদেশে বড় ধরনের জনসমাগম ঘটে৷ প্রধানমন্ত্রী সেসব আয়োজন বন্ধের ঘোষণা দিতে গিয়ে বলেন, ‘‘কষ্ট বেশি লাগছে আমার৷ এটা ঠিক যে নববর্ষের উৎসব এটা আমরাই শুরু করেছিলাম অনেক বাধা, বিঘ্ন অতিক্রম করে৷ কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে৷’’

‘‘মানুষের কল্যাণের দিকে তাকিয়েই কিন্তু এটা আমি বন্ধ রাখছি৷ কাজেই নববর্ষের অনুষ্ঠান আপনারা করবেন না৷ এটা আপনারা মনে রাখবেন৷’’

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ