প্রবাসী ছেলের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গৃহবধূর বাবা মামলা করায় শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, অভিযুক্ত আলেয়া বেগম পিরোজপুর জেলার আমারগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের ধলু মুন্সীর স্ত্রী৷ বৃহস্পতিবার সৌদি আরব প্রবাসী ছেলের বউ-এর সাথে শাশুড়ি আলেয়া বেগমের পারিবারিক বিষয়ে তর্ক শুরু হয়৷ এক পর্যায়ে গৃহবধূকে শ্বশুর, শাশুড়ি ও চাচা শ্বশুর নূর মোহাম্মদ মিলে নির্যাতন করেন৷ ঘটনাটি গৃহবধূর শিশু সন্তানের সামনেই ঘটে৷ নির্যাতিতার বাবা মঠবাড়িয়া থানায় শনিবার রাতে মামলা করলে পুলিশ আলেয়া বেগমকে গ্রেপ্তার করে৷
মামলায় তিনজনকেই আসামি করা হয়েছে৷ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাকি দু'জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন৷
মাকে নির্যাতন করার ঘটনাটি মেয়ে মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রকাশ করে৷ গৃহবধূর বাবা বিষয়টি জানার পর মেয়েকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
করোনা ও নির্যাতনে বিপর্যস্ত মেক্সিকোর নারী, শিশু
করোনায় বিপর্যস্ত মেক্সিকো৷সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ৫৭ হাজার৷ নারী ও শিশু নির্যাতনও বেড়েছে ভয়াবহ হারে৷ নারীরা তাই প্রতিবাদে সোচ্চার৷ দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/R. Cunha
নারী ও শিশু নির্যাতন বেড়েছে ৮০ ভাগ!
লকডাউনের কারণে অনেক দেশেই পুরুষদের সারাদিনই থাকতে হচ্ছে বাড়িতে৷ এর ফলে নারী ও নির্যাতন বেড়েছে৷ তবে মেক্সিকোয় বৃদ্ধির হার ভয়ঙ্কর- শতকরা ৮০ ভাগ! তাই নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থার দাবিতে রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় নেমেছেন নারীরা৷ ছবিতে পুলিশের মুখোমুখি প্রতিবাদী নারীদের মিছিল৷
ছবি: Reuters/R. Cunha
প্রতিবাদেও সচেতনতা
প্রতিবাদ মিছিলের অনেক নারী করোনায় সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছেন৷ মাস্ক পরে এসেছিলেন এই নারী৷
ছবি: Reuters/R. Cunha
এক কিশোরীর প্রতিবাদ
নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে যোগ দিয়েছিল এক কিশোরী৷ পুলিশের সামনে হাঁটু গেড়ে বসে সেই প্ল্যাকার্ড দেখাচ্ছে সে৷
ছবি: Reuters/R. Cunha
ক্ষোভে পোড়ে পতাকা
মেক্সিকোর পতাকা পোড়াচ্ছেন কয়েকজন ৷ পুরুষের নির্মমতা আর সরকারের অপরাধ দমনে ব্যর্থতার দায় যেন পতাকার!
ছবি: Reuters/R. Cunha
আলো নিভে যায়
ট্রাফিক লাইট গুড়িয়ে দিচ্ছেন এক নারী৷
ছবি: Reuters/R. Cunha
নিখোঁজ আর নয়
নির্যাতনে কেউ মারা গেলে গুম করে দেয়া হয় লাশ৷ নিখোঁজদের তালিকা দীর্ঘ হতে থাকে৷ তাই এক নারীর হাতের ক্রুশে লেখা ‘‘আর নিখোঁজ নয়৷’’
ছবি: Reuters/R. Cunha
ক্ষোভের প্রকাশ
ঘরে ঘরে বাড়ছে নারী ও শিশু নির্যাতন৷ অথচ সরকার যেন নির্বিকার৷ বিক্ষোভ মিছিলের কয়েকজন তাই ক্ষোভে ভাঙছেন বিলবোর্ড৷
ছবি: Reuters/R. Cunha
মারামারি
কয়েকজন নারীর মধ্যে হঠাৎ শুরু হয়ে যায় মারামারি৷ এনজিও কর্মীরা তাদের থামাচ্ছেন৷
ছবি: Reuters/R. Cunha
করোনা-ফ্যাশন
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া এই নারীর ফ্যাশন-দুরস্ত মাস্ক সবার নজর কেড়েছে৷
ছবি: Reuters/R. Cunha
সহানুভূতি
মিছিলের সময় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন এই নারী পুলিশ৷ তার দৃষ্টিতে যেন বিক্ষুব্ধ নারীদের দাবির সঙ্গে একাত্মতার আভাস৷